এসেক্সের লেইকসাইড শপিং সেন্টারে এসিড হামলা : Acid attacks in Lakeside shopping centre in Essex

ব্রিটবাংলা রিপোর্ট : এসেক্সের লেইকসাইড শপিং সেন্টারে শুক্রবার এসিড হামলার ঘটনা ঘটেছে। সেন্টারের ভেতর হাউস অব ফ্রেইজার ডিপার্টমেন্টে বিকাল অনুমানিক ৫টা ১০ মিনিটের দিকে দুজন মহিলা কাস্টমারের উপর এসিড নিক্ষেপ করা হয়। তবে মহিলাদের অবস্থা শংঙ্কামুক্ত বলে জানা গেছে।

এদিকে এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সন্দেহে দু কিশোরকে আটক করেছে পুলিশ। এরমধ্যে এক জনের বয়স ১৬ বছর, সে রমফোর্ডের বাসিন্দা। আরেক জনের বয়স ১৭ বছর। সে ডেগেনহ্যামের বাসিন্দা। তাদেরকে স্থানীয় পুলিশ স্টেশনে আটকে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পুলিশ একে একটি বিচ্ছিন্ন ঘটনা হিসেবে বিবেচনায় নিয়ে তদন্ত করছে। তদন্তকারী কর্মকর্তা জানিয়েছেন, এই ঘটনা ছাড়া শপিং সেন্টারের ভেতরে পরিস্থিতি শান্ত রয়েছে।

Acid attacks in lakeside shopping centre in Essex

Two teenagers have been arrested this evening following a suspected acid attack at a popular shopping centre. The pair were taken into custody by police after two women had an unknown substance sprayed into their faces.

The incident took place at around 5.10pm at Lakeside Shopping Centre in Thurrock, Essex. Both women reported a stinging sensation following the incident, and their faces reddened. Their injuries, however, are not thought to be serious.

Police were called to the scene near a House of Fraser store. A spokesman said the incident is believed to be ‘isolated’. Drunk pregnant woman attacked paramedic who was trying to help her A 16 year-old boy from Romford and a 17 year-old boy from Dagenham were arrested on suspicion of violent disorder. Inspector Rob Brettell said: ‘I understand this incident may have caused concern, but we believe it was a targeted and isolated incident and there is no risk to the wider public. ‘The area was busy at the time and I believe there would have been a lot of people who saw what happened.

 

 

 

Advertisement