ওয়েস্ট লন্ডনে ডিস্ট্রিক্ট লাইনে বিস্ফোরণ : Parsons Green: ‘Explosion’ on board Tube train

ব্রিটবাংলা রিপোর্ট : দক্ষিন-পশ্চিম লন্ডনের পারসন্স গ্রিন টিউব স্টেশনে ডিস্ট্রিক্ট লাইন ট্রেইনে বিস্ফোরনের ঘটনাকে সন্ত্রাসী হামলা বিবেচনায় নিয়ে তদন্ত শুরু করেছে মেট পুলিশের সন্ত্রাস বিরোধী ইউনিট। শুক্রবার সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে বিস্ফোরনের আওয়াজ শুনে পুরো স্টেশনজুড়ে আতঙ্কের  সৃস্টি হয়। সুপার মার্কেটের ব্যাগে ভরা একটি সাদা বালতি থেকে এই বিস্ফোরনের ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এই ঘটনার পর আর্লস কোর্ট থেকে উইম্বলডন পর্যন্ত ডিস্ট্রিক্ট লাইনের সব সার্ভিস বাতিল করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত করতে ঘটনাস্থলে ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশ, সশস্ত্র পুলিশ, ফায়ার সার্ভিসসহ জরুরী সার্ভিস পৌঁছে। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে যাত্রীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পরে। যাত্রীদের তুলা কয়েকটি ছবিও এই সংবাদের সঙ্গে ছাপা হয়েছে।

Parsons Green: ‘Explosion’ on board Tube train sparks horror at rush hou

Passengers were left terrified after an “explosion” on board a packed rush hour Tube train which sent a “heatwave” down the carriage.

Commuters fled for their lives after hearing an explosion on the District line train at Parson’s Green Tube station at around 8.25am.

Witnesses described being “horrified and shaken”, with one passenger on Twitter saying: “Never been so scared in my life.”

All trains are suspended between Earl’s Court and Wimbledon as emergency services deal with the incident.

A photo allegedly from the scene shows what looks like a bucket on the train which appears to have flames coming from it.

Cllr Daniel Holden, who was on the train at the time, said: “Train had just opened doors at Parsons Green.

“Then there was a loud bang, heatwave and fire burst. Everybody scrambled forwards and off.

“The stairs at station delayed people getting out. All emergency services here now.”

British Transport Police said an incident is ongoing and its officers are currently at the scene.

Advertisement