কবিতা স্বজনের লন্ডনের বাহিরে কবিতায় ঈদ আড্ডা’

ব্রিট বাংলা রিপোর্ট: কবিতা স্বজন কবিদের সংগঠন মুক্ত মননশীল চিন্তার ধারক তৃতীয় বাংলা খ্যাত বিলেতে কৃষ্টি ও সংস্কৃতির বিকাশে যারা নিবেদিত তাদের সংগঠন ৷ প্রচলিত ধারার বাহিরে সভাপতি বা সম্পাদক হওয়ার প্রতিযোগীতা নেই বা এ রকম নিয়ম ও নেই সবাই কবি এবং একজন আরেক জনের স্বজন ৷

তাদের উদ্যোগে পূর্ব লন্ডন থেকে অনেক দুর যুক্তরাজ্যের কভেন্ট্রী শহরে গত সোমবার ১১ সেপ্টেম্বর ২০১৭ অনুষ্ঠিত হয়ে গেলো ‘কবিতায় ঈদ আড্ডা’।
ভিন্নধর্মী এই আয়োজনে বৃটেনের বিভিন্ন শহর থেকে আগত কবি ও কবিতাবান্ধবদের উপস্থিতি ছিলো দৃষ্টি নন্দনীয়।

কবিতা পাঠে অংশ নেন:
এ কে এম আব্দুল্লাহ,এম মোসাইদ খান,মোহাম্মদ ইকবাল, তালুকদার রায়হান,শামীম আহমেদ, মুহাম্মদ মুহিদ,সৈয়দ ইকবাল, সৈয়দ মাসুম, মনোয়ার হোসেন, আব্দুস সালাম, বাদশা মিয়া, লায়েছ মিয়া,সোরাব আলী, দেওয়ান আলী আজগর, সলিসিটর মায়া আলী,আব্দুল মুকিত চৌধুরী, নুরুন্নাহার শাহিন, প্রফেসর আজিজুর রহমান তফাদার, সজ্জাদ আলী আয়েশা বেগম, ফখরুল ইসলাম রিপন,আব্দুল বাছির, আহরার হাসান,সাব্বির হোসেন,হারুন, মিঞ, কুলসুমা বেগম, মিলাওয়াত হোসেন, শাহিন,আহমেদ সহ আরো অনেকে।

কবিতা স্বজনের লন্ডনের বাহিরে এ রকম আয়োজন অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা৷

 

Advertisement