কবি সোহাগ সিদ্দিকী’র কবিতা – অহল্যা ঘ্রাণের কথা

অহল্যা ঘ্রাণের কথা

দুপুর পেরিয়ে সেই আচানক আমলকি ক্ষণ
তারপর কতো কতো আমসত্ত্ব গোধূলি
জামসন্ধ্যায় পেয়ালা ভরে ওঠে অধর অমৃতে
উপবাসী আরাধনা বেঁচে থাকে প্রাণের নেশায়
বোকাবাক্সে রাত্রি শুরু জাদুর তুলিতে
তৃতীয় প্রহর আসে অপেক্ষার মেওয়ার মতো
জোনাকির রাত টানে চন্ডীদাস সুতোয় সুতোয়
কে বাজায় আর কেবা বাজে দোতারার সুরে
আহ্ রাত ও রজনী, দিনগুলো স্থবির চাতক
অহল্যা রজনী আসে দুটি ফুল নিষিদ্ধ সুবাসে
জীবনের দামে কেনা সেইসব আঙুর দিনরাত্রি

হাজার রজনী গল্প ফুরায় না সেই থেকে আজ
জানি, ফিরে আসবে না সে ……
তবু পোড়া ঘ্রাণ পাই বোধের দৃষ্টিতে

Advertisement