কাবুলে পাকিস্তানবিরোধী বিক্ষোভে গুলিবর্ষণ

আফগানিস্তানের রাজধানী কাবুলে মঙ্গলবার পাকিস্তানবিরোধী বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভের এক পর্যায়ে সেখানে জড়ো হওয়া জনতাকে ছত্রভঙ্গ করতে ফাঁকা গুলিবর্ষণ করে তালেবান যোদ্ধারা। এএফপি-র বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।২০২১ সালের ১৫ আগস্ট কাবুলের নিয়ন্ত্রণ লাভের মধ্য দিয়ে আফগানিস্তানের ক্ষমতা দখল করে তালেবান। বিমানভর্তি টাকা নিয়ে দেশ ছেড়ে পালিয়ে যান তৎকালীন প্রেসিডেন্ট আশরাফ গণি। এরইমধ্যে সরকার গঠনের প্রক্রিয়া শুরু করেছে তালেবান। সরকার গঠনের অনুষ্ঠানে যোগ দিতে তুরস্ক, চীন, রাশিয়া, ইরান, পাকিস্তান ও কাতারকে আমন্ত্রণ জানানো হয়েছে। এরমধ্যেই মঙ্গলবার প্রথমবারের মতো দেশটিতে পাকিস্তানবিরোধী বিক্ষোভের খবর এলো।এনডিটিভির খবরে বলা হয়েছে, মঙ্গলবার কাবুলের পাকিস্তান দূতাবাসের বাইরে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করে অন্তত ৭০ জন বিক্ষোভকারী। এ সময় আফগানিস্তানে পাকিস্তানের হস্তক্ষেপের বিরুদ্ধে আওয়াজ তোলে তারা।তালেবানের সঙ্গে পাকিস্তানের সখ্যতার খবর বহু পুরনো। সম্প্রতি কাবুল সফর করেন পাকিস্তানের ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই) প্রধান ফয়েজ হামিদ। ধারণা করা হচ্ছে, তালেবানের বিভিন্ন গোষ্ঠীর মধ্যকার বিরোধ অবসানের জন্যই তার এ সফর। পাঞ্জশির দখলের অভিযানেও তালেবানকে সহায়তা দেওয়ার অভিযোগ রয়েছে পাকিস্তানের বিরুদ্ধে। ইসলামাবাদ অবশ্য এমন অভিযোগ অস্বীকার করেছে।এমন পরিস্থিতিতেই মঙ্গলবার কাবুলে পাকিস্তানবিরোধী বিক্ষোভে গুলিবর্ষণের খবর আসে। সংবাদমাধ্যম এএফপি জানিয়েছে, বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতেই ফাঁকা গুলি ছোঁড়া হয়েছে।

Advertisement