কুড়িগ্রামে বন্যা দুর্গতের মাঝে বাংলাদেশ খেলাফত মজলিসের ত্রাণ বিতরণ

বাংলাদেশ খেলাফত মজলিসের উদ্যোগে বন্যা দুর্গত এলাকায় ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। একর্মসূচীর অংশ হিসেবে দলের সিনিয়র নায়েবে আমীর মাওলানা ইসমাঈল নুরপূরী নেতৃত্বে একটি ত্রান টিম কুড়িগ্রামে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেন। এসময়ে প্রায় তিনশত পরিবারকে নগদ অর্থ এবং খতিগ্রস্ত শিক্ষা প্রতিষ্ঠানে নগদ অর্থ প্রদান করা হয়। এসময় মাওলানা ইসমাঈল নূরপুরী বলেছেন, আল্লাহ পাক কোনো কোনো সময়ে মুসলমানদেরকে তাদের জান মাল ক্ষতিগ্রস্থ করে পরীক্ষা করেন। সুতরাং মুমিনদের কাজ হলো সংকটময় মুহূতে ধৈর্য ধারণ ও বেশি বেশি তাওবা ইসতেগফার করা এবং আল্লাহর নিকট সাহায্য চাওয়া। তিনি বন্যা কবলিত এলাকার ঘর-বাড়ি নির্মাণে সরকার ও বিত্তশীলদের এগিয়ে আসার আহবান জানান। ত্রান প্রদানকালে উপস্থিত ছিলেন সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা হারুনুর রশীদ ভূইয়া, কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা আব্দুন নূর, ঢাকা মহানগর সভাপতি মাওলানা এনামুল হক মূসা, সহ- সাধারণ সম্পাদক মাওলানা আনোয়ার হোসাইন রাজী, নরসিংদী জেলা সাধারণ সম্পাদক মাওলানা ইলিয়াছ শেরপুরী, কুড়িগ্রাম জেলা আহবায়ক হাফেজ মাওলানা ইব্রাহীম খলীল, সদস্য সচিব মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা মোহাম্মদ আলী বকসী, মাওলানা সুলতান মাহমুদ, মাওলানা মুহিউদ্দীন, মাওলানা মিছবাহুল ইসলাম ছাত্র মজলিসের নারায়ণগঞ্জ জেলা সভাপিত মুহাম্মদ আতাউল্লাহ প্রমূখ। প্রেস বিজ্ঞপ্তি

Advertisement