কোভিশিল্ডকে স্বীকৃতি দিলো ব্রিটেন

কোভিশিল্ডকে মান্যতা দিল বৃটেন। ইংল্যান্ডের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে ভারতের সেরাম ইনস্টিটিউটে তৈরি কোভিশিল্ড কার্যকরী ভ্যাকসিন। এতদিন ধরে এই ভ্যাকসিনকে মান্যতা দেয়নি বৃটেন। আর তা নিয়ে কূটনৈতিক মহল থেকে বারবার চাপ দেওয়া হচ্ছিল বৃটেনকে। যদিও এখনও সার্টিফিকেশন ইস্যু থাকায় যেসব ভারতীয়রা কোভিশিল্ড নিয়েছেন, তাদের কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। তবে ক্রমাগত চাপের মুখে পড়ে বৃটিশ সরকার পর্যটন নীতি এবং কোয়ারেন্টিনের নিয়মেও বদল এনেছে। আর সেই ঘোষণার সময়েই জানানো হয়েছে যে কোভিশিল্ডকেও মান্যতা দেওয়া হল। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর নিউ ইয়র্কে একটি সভায় নবনিযুক্ত বৃটিশ পররাষ্ট্র সচিব এলিজাবেথ ট্রাসের সাথে কোভিশিল্ড-ভ্যাকসিনযুক্ত ভ্রমণকারীদের যুক্তরাজ্যে পৃথকীকরণের প্রয়োজনীয়তার বিষয়টি জোরালোভাবে উত্থাপন করেন।তারপরেই আজ সামনে এলো এই নতুন নির্দেশিকা। বৃটেনের সাম্প্রতিকতম পর্যটন সম্পর্কিত নির্দেশিকা অনুযায়ী, আগামী অক্টোবর মাসের ৪ তারিখ থেকে বৃটেন, ইউরোপ, আমেরিকা বা বৃটেন আয়োজিত বিদেশি যে কোনও ক্যাম্প থেকে দেওয়া টিকাকে পূর্ণাঙ্গ ডোজ হিসেবে গ্রাহ্য করা হয়েছে।

Advertisement