ক্যাটারিং সার্কেলের সীজন ফোরের সপ্তম পর্ব (ভিডিও)

থার্ড পার্টি অনলাইন কোম্পানির মাধ্যমে নয়, বরং নিজেদের ওয়েবসাইট, নিজস্ব ব্র্যান্ডিং এবং মার্কেটিং কৌশলের মাধ্যমে কিভাবে রেস্টুরেন্ট ব্যবসার সাফল্য আসে তা তুলে ধরা হল চ্যানেল এস টেলিভিশনের ক্যাটারিং সার্কেলের বিশেষ অনুষ্ঠানে। একই সঙ্গে এই সেক্টরে রেস্টুরেন্ট ব্যবসায়ীদের নিজেদের রেস্পন্সিভ ওয়েবসাইট, কাস্টমার ফ্রেন্ডলি মোবাইল অ্যাপ্স, সৌশাল মিডিয়া মার্কেটিং এবং ইন্টিগ্রেটেড রেস্টুরেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম অর্থাৎ প্রযুক্তি ব্যবহার করে খরচ বাঁচানো ও মুনাফা অর্জনের বিভিন্ন উপায়ের উপর আলকপাত করা হয় লাইভ রিয়েলিটি শো-এর মাধ্যমে। ক্যাটারিং সার্কেল প্ল্যাটফর্মের পক্ষ থেকে মঙ্গলবার রাত আটটায় সরাসরি সম্প্রচারিত রেস্টুরেন্ট ট্যালেন্ট শো-এ, ৬ জন সফল তরুণ ব্যবসায়ী, তাদের অভিজ্ঞতা তুলে ধরেন। ধারাবাহিক ক্যাটারিং সার্কেল সীজন ফোর-এর এটি ছিল সপ্তম পর্ব। অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের সাক্সেস স্টোরি বর্ণনায় তিনটি পর্বে ৭ জন বিচারকের রায়ে গ্র্যান্ড ফাইনালের জন্য দু’জন রেস্টুরেইটর নির্বাচিত হয়েছেন। এরা হলেন কেন্টের টেস্ট অফ ইন্ডিয়ার সাজ্জাদ রাহমান এবং বৃস্টলের রাজস্তান রয়ালের নাসিম তালুকদার। আগামী ১লা অক্টোবর মঙ্গলবার রাত আটটায় অনুষ্ঠিত হবে পর্ব ৮। এতে পি আর মার্কেটিং অ্যান্ড ব্র্যান্ডিংয়ের বিশেষ অভিজ্ঞতা তুলে ধরবেন ব্যবসায়ীরা।

Advertisement