ক্যাম্যানের গভর্ণর পদ থেকে আনোয়ার চৌধুরী সাময়িক বরখাস্ত : Anwar Choudhury under investigation, suspended from office

ব্রিটবাংলা ডেস্ক : ব্রিটিশ দ্বীপশহর  ক্যাম্যান আইল্যান্ডের গভর্ণর হিসেবে নিয়োগ পাওয়ার প্রায় তিন মাসের মাথায় গভর্ণর পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে আনোয়ার চৌধুরীকে। তাঁর বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগের তদন্ত হচ্ছে বলে ব্রিটিশ কমনওয়েলথ অফিস থেকে আনোয়ার চৌধুরীকে ডেকে পাঠানো হয়েছে বলে জানিছেন ক্যাম্যান আইল্যান্ডের প্রধান প্রশাসক এলডেন ম্যাকল্যাফলিন। এসব অভিযোগের তদন্ত সম্পন্ন হতে অন্তত ৬ সপ্তাহ সময় লাগতে পারে বলেও জানান তিনি। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আনোয়ার চৌধুরী গভর্ণর পদে থাকবেন না। ভারপ্রাপ্ত গভর্ণর হিসেবে দায়িত্ব পালন করবেন ডেপুটি গভর্ণর ফ্রেঞ্জ ম্যান্ডারসান। তদন্তে নির্দোশ প্রমাণিত হলে হয়তো তিনি স্বপদে ফিরে যেতে পারেন।

প্রিমিয়ার এলডেন জানিয়েছেন, আনোয়ার চৌধুরীর বিরুদ্ধে কি ধরনের অভিযোগ উঠেছে সে ব্যাপারে কিছুই খুলে বলা হয়নি ফরেন অফিস থেকে। ৫৮ বছর বয়সী সফল ব্রিটিশ বাংলাদেশী কুটনীতিক আনোয়ার চৌধুরীর বিরুদ্ধে কি অভিযোগ থাকতে পারে, সে ব্যাপারেও তার কোনো ধারণা নেই বলে জানান তিনি। তিন মাস আগে দ্বীপ শহর ক্যামানে আনোয়ার চৌধুরীকে গভর্ণর হিসেবে উষ্ণ সম্বর্ধনা দিয়েছেন ক্যায়মানের শান্তিপ্রিয় মানুষ। তার বিরুদ্ধে ক্যায়ম্যান, ইউকে বা তার আগের কোনো কর্মস্থল থেকে কোনো অভিযোগ উত্থাপিত হয়েছে কি না, সে ব্যাপারে কোনো ধারনা দিতে পারেননি এলডেন।

Cayman Islands Governor Anwar Choudhuryhas been temporarily suspended from his posting and has been recalled to London, where he is currently under investigation as a result of complaints that have been made against him. The announcement was made by Premier Alden McLaughlin in statement from the UK, where he is leading a delegation to deal with the recent spat with the British government over public beneficial ownership registers. McLaughlin said he was called to the office of the overseas territories minister, Lord Ahmad, last night and given the news.

“The minister formally advised me that His Excellency the Governor, Mr Anwar Choudhury, has been temporarily withdrawn from his post as governor of the Cayman Islands to allow the Foreign and Commonwealth Office to investigate a number of complaints against him,” McLaughlin said early this morning, adding that he was told the investigation could last four to six weeks.

“The minister insisted that no further details could be provided at this stage and indicated that the Foreign and Commonwealth Office did not intend to make a public statement regarding the matter,” the premier added.

Deputy Governor Franz Manderson will act as governor until whatever the issues are regarding Choudhury, who has been in post just three months, are resolved. The premier said that he has already spoken to Manderson, who has informed the chief officers.

“I have advised the speaker, the Cabinet, the Government Caucus and the leader of opposition accordingly,” McLaughlin said. “While this development was unforeseen and is most unfortunate, I am confident that it will not affect the continued good governance of the Cayman Islands.”

No other details were given about the 58-year-old governor, who had so far received a warm welcome in Cayman. There is no indication of the nature of the complaints, whether those complaints were made by people here, in the UK or during any of Choudhury’s previous postings.#source#CNS#

Advertisement