গুরুত্বপূর্ণ মিটিংয়ের তথ্য ফাঁসের অভিযোগে ব্রিটিশ ডিফেন্স সেক্রেটারী বরখাস্ত

ব্রিটবাংলা ডেস্ক : ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল মিটিংয়ের তথ্য ফাঁসের অভিযোগে বরখাস্ত হয়েছেন ব্রিটিশ ডিফেন্স সেক্রেটারী গেভিন উইলিয়ামসন। গত ২৩শে এপ্রিল, প্রধানমন্ত্রী থেরিজা মে’র সভাপতিত্বে সিনিয়র কেবিনেট সদস্য এবং নিরাপত্তাবাহিনীর সদস্যদের উপস্থিতিতে সিকিউরিটি কাউন্সিলের একটি মিটিং হয়েছিল। এতে ইউকের নতুন ফাইভ-জি নেটওয়ার্ক স্থাপনের জন্যে হাওয়াই লিমিটেড নামে একটি কোম্পানীকে অনুমোদন দেওয়ার বিষয়টি নিয়ে আলোচনা হয়। এ নিয়ে সরকারের পক্ষ থেকে চুড়ান্ত সিদ্ধান্ত প্রকাশের আগেই দৈনিক টেলিগ্রাফে প্রকাশিত একটি সংবাদে ন্যাশনাল সিকিউরিটি মিটিংয়ের তথ্য ফাঁসের অভিযোগ উঠে। তথ্য ফাঁসের সন্দেহভাজনের তালিকায় উঠে আসে স্বয়ং ডিফেন্স সেক্রেটারীর নাম। বিষয়টি খতিয়ে দেখার জন্যে লেবার পার্টির লিডার জেরেমি করবিন চাপ সৃষ্টি করেন।
অবশেষে বুধবার এক চিঠিতে ডিফেন্স সেক্রেটারীর পদ থেকে গেভিন উইলিয়ামসনকে বরখাস্ত করেন প্রধানমন্ত্রী। যদিও এর আগে নিজেকে নির্দোশ দাবী করেছিলেন গেভিন উইলিয়ামসন। উল্লেখ্য সাবেক ডিফেন্স সেক্রেটারী স্যার মাইকেল ফেলনের পদত্যাগের পর গেভিন উইলিয়ামসনকে ডেফিন্সে সেক্রেটারী হিসেবে নিয়োগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী থেরিসা মে। নতুন ডিফেন্স সেক্রেটারী হিসেবে প্যানি মার্ডোন্ট। আর নতুন ইন্টারন্যাশনাল ডেভোলাপমেন্ট সেক্রেটারী হিসেবে দায়িত্ব পেয়েছেন রোরি স্টীওয়ার্ট।

Advertisement