গুলিস্তানে বিস্ফোরণ: নিহতের সংখ্যা বেড়ে ১৫, আহত শতাধিক

রাজধানীর গুলিস্তানে ভবনে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫ জনে দাঁড়িয়েছে। এছাড়া আরও কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল নাজমুল হক ১৪ জনের মৃত্যুর তথ্য জানিয়েছেন। তিনি জানান, ‘এখন পর্যন্ত আমাদের এখানে আসা আহতদের মধ্যে মোট ১৪ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১১ জন পুরুষ ও তিনজন নারী রয়েছেন।’ তবে ঢামেকের কয়েকটি সূত্র এই সংখ্যাটা ১৫ বলে জানিয়েছে।হাসপাতালে আসা রোগীর সংখ্যার বিষয়ে জানতে চাইলে সাংবাদিকদের ঢামেকের পরিচালক বলেন, ‘আমাদের এখানে রোগী আসা যাওয়ার মধ্যে আছে। অনেককে তাদের অবস্থা বিবেচনা করে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। প্রতিনিয়ত নতুন রোগী আসার ফলে প্রকৃত সংখ্যাটি বলা কঠিন। রোগীর সংখ্যা ৬০-৭০ জনের কম হবে না।নাজমুল হক বলেন, ‘শারীরিক অবস্থা বিবেচনা করে অনেক রোগীকে ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে। তাদের জন্য পর্যাপ্ত আইসিইউ ও ভ্যান্টিলেশনের ব্যবস্থা রাখা হয়েছে। আমাদের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা সেবা নিশ্চিতে তাদের সর্বোচ্চ প্রচেষ্টা করে যাচ্ছেন।বিকেল পাঁচটার কিছু আগে হঠাৎ সড়ক গুলিস্তানের একটি ভবনে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। কোথা থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে তা তাৎক্ষণিকভাবে জানা না গেলেও ফায়ার সার্ভিসের ধারণা গুলিস্তানে বিআরটিসির বাস কাউন্টারের পাশে সাততলা একটি ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।ফায়ার সার্ভিসের তথ্যমতে, ভবনের নিচতলায় স্যানিটারি দোকান ছিল। নিচতলায় বিস্ফোরণ ঘটে উপরের কয়েকটি তলা ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে এখনো উদ্ধার কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট।

Advertisement