গোলাপগঞ্জ উপজেলা সোস্যাল ট্রাস্টের সাধারণ সভা অনুষ্ঠিত

গোলাপগঞ্জ উপজেলা সোস্যাল ট্রাস্ট ইউকের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠানে নেতৃবৃন্দরা বলেছেন, বাংলাদেশের এক অনন্য প্রাচীনতম জনপদ হচ্ছে গোলাপগঞ্জ।

এই এলাকার ইতিহাস ও ঐতিহ্যকে সমুন্নত রাখতে এবং প্রবাসী গোলাপগঞ্জবাসীদেরকে কমিউনিটি কার্যক্রমে আরো বেশি করে সম্পৃক্ত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে গোলাপগঞ্জ উপজেলা সোস্যাল ট্রাস্ট (ইউকে)।

গত ১৮ নভেম্বর রবিবার দুপুর ১২ ঘটিকার সময় ট্রাস্টের প্রথম সাধারণ সভায় বক্তারা আরো বলেন, ব্রিটেন প্রথমবারের মত কোন সংগঠনে এত অল্প সময়ে প্রায় দুই শতাধিক সদস্যের সংগঠনে পরিণত হয়েছে। আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে ঐক্যবদ্ধ ভাবে কাজ করে যাচ্ছি।

সাধারণ সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ট্রাস্টের সদস্য মুহিবুল হক।

প্রথম পর্বে সভাপতিত্ব করেন ট্রাস্টের আহবায়ক ড. রেণু লুৎফা এবং পরিচালনা করেন সদস্য সচিব আনোয়ার শাহজাহান।

সাধারণ সভায় ট্রাস্টের অন্যতম সদস্য রুহুল আমিন রুহেল গোলাপগঞ্জ ট্রাস্ট (ইউকে) এর নাম আংশিক পরিবর্তন করে গোলাপগঞ্জ উপজেলা সোস্যাল ট্রাস্ট (ইউকে) রাখার প্রস্তাব করলে সদস্য বদরুল আলম বাবুল তা সমর্থন করেন।

পরে ভোটাভুটির মাধ্যমে এটি পাশ হয়। এতে ৩১ জন সদস্য পক্ষে, ৯ জন বিপক্ষে এবং ৭ জন সদস্য ভোটাধিকার প্রয়োগ থেকে বিরত থাকেন।

এছাড়াও সভায় সর্বসম্মতিক্রমে ট্রাস্টের নতুন সংবিধান এবং বিগত দিনের আয়-ব্যয়ের হিসাব অনুমোদন করা হয়।

সভার দ্বিতীয় পর্বে নির্বাচন কমিশনার ড. রেণু লুৎফার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আগামী দুই বছরের জন্য ৪১ সদস্য বিশিষ্ট বোর্ড অব ম্যানেজমেন্ট কমিটির নাম ঘোষণা করেন ড. রেণু লুৎফা।

তাকে সহযোগিতা করেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ার হোসেন ও মোহাম্মদ লোকমান উদ্দিন। সভা পরিচালনা করেন মিছবা মাছুম।

সভার প্রথম ও দ্বিতীয় পর্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- মোহাম্মদ আনোয়ার হোসেন, ড. আব্দুল আজিজ তকি, মোহাম্মদ ইছবাহ উদ্দিন, মোহাম্মদ শামছুল হক, মোহাম্মদ শামীম আহমদ, রুহুল আমিন রুহেল, মৌলানা সাদিকুর রহমান, মোহাম্মদ আব্দুল বাছিত, মোহাম্মদ হাবিবুর রহমান, আব্দুল হেকিম চৌধুরী, মৌলানা শওকত আলী, নাছিম আহমদ, মাহমুদুর রহমান শানুর, সায়াদ আহমদ সাদ, জহির হোসেন গৌছ, রুহুল কুদ্দুস জুনেদ, মোহাম্মদ আব্দুল মতিন, মো দিলওয়ার হোসেন, জেনিফার সারোয়ার লাক্সমী, সৈয়দ মুজিবুল হক আজু, আব্দুল আজিজ ফারুক, আব্দুল বারী নাছির, মাহবুবর রহমান রুনু, আতিকুর রহমান শাফার, দেওয়ান নজরুল ইসলাম, বদরুল আলম বাবুল, শাহরিয়ার আহমদ সুমন, সৈয়দ নাদির আহমেদ, হাসান আহমদ, সিরাজুল ইসলাম, হোসেন মোহাম্মদ ইকবাল, তৌফিক আহমদ টিটু, শিয়াব উদ্দিন, তারেক রহমান ছানু, রেহান উদ্দিন, মোহাম্মদ নুরুল ইসলাম, মোহাম্মদ নাছির উদ্দিন, মুকিতুর রহমান মুকিত, শামস উদ্দিন খান, শাহাদত হোসেন সায়েম, সালেহ আহমদ, মুহিবুল হক, হাসান আহমদ, সারওয়ার হাসান, কয়েছ আহমদ রুহেল, জয়নাল খান, মো সায়ফুল আলম, রেদওয়ান হোসেন রেজা, মো: এনামুর রহমান এনু প্রমুখ।

অনুষ্ঠানের শেষের দিকে গোলাপগঞ্জ উপজেলা সোস্যাল ট্রাস্ট ইউকের সদস্যদের সাথে এসে পরিচিত হন গোলাপগঞ্জ থেকে লন্ডনে বেড়াতে আসা ডাক্তার শাহিন আহমদ।

Advertisement