চতুর্থ বাংলাদেশি হিসেবে অভিষেক টেস্টে সেঞ্চুরি জাকিরের

বাংলাদেশের চতুর্থ ও বিশে^র ১১৩তম ব্যাটার হিসেবে অভিষেক টেস্টে সেঞ্চুরি করলেন জাকির হাসান। দেশের পক্ষে ওপেনার হিসেবে প্রথম ব্যাটার হিসেবে অভিষেকে সেঞ্চুরির কীর্তি গড়লেন তিনি।চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ভারতের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে অভিষেক হয় বাঁ-হাতি ব্যাটার জাকিরের। দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি পুর্ন করে ১০০ রানে আউট হন জাকির।বাংলাদেশ চতুর্থ ব্যাটার হিসেবে অভিষেক টেস্টে সেঞ্চুরির অনন্য কীর্তি গড়লেন জাকির। এর আগে আমিনুল ইসলাম, মোহাম্মদ আশরাফুল ও আবুল হাসান রাজুু অভিষেক টেস্টে সেঞ্চুরি করেছিলেন।২০০০ সালের ১০ নভেম্বর ভারতের বিপক্ষে বাংলাদেশের অভিষেক টেস্টে সেঞ্চুরি করেছিলেন আমিনুল ইসলাম। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশের প্রথম ইনিংসে ৩৮০ খেলে ১৭টি চারে ১৪৫ রান করেছিলেন আমিনুল। টেস্টটি ৯ উইকেটে হেরেছিলো বাংলাদেশ।পরের বছর ২০০১ সালের ৬ সেপ্টেম্বর কলম্বোতে শ্রীলংকার বিপক্ষে নিজের অভিষেক টেস্টে সেঞ্চুরি করেন মোহাম্মদ আশরাফুল। ম্যাচের তৃতীয় ও বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে ২১২ বল খেলে ১৬টি চারে ১১৪ রান করেছিলেন আশরাফুল। আশরাফুলের অভিষেক সেঞ্চুরির ম্যাচটি ইনিংস ও ১৩৭ রানে হেরেছিলো বাংলাদেশ।বাংলাদেশের পক্ষে অভিষেকে সেঞ্চুরি করা তৃতীয় খেলোয়াড় হলেন পেসার আবুল হাসান। ২০১২ সালে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচের প্রথম ইনিংসে ১০ নম্বরে ব্যাট হাতে নেমে সেঞ্চুরির করেন আবুল। ১২৩ বল খেলে ১৪টি চার ও ৩টি ছক্কায় ১১৩ রানের নান্দনিক ইনিংস খেলেন আবুল। টেস্টটি ১০ উইকেটে হেরেছিলো টাইগাররা।এবার আমিনুল-আশরাফুল ও রাজুর অনন্য কীর্তির পাশে বসলেন জাকির। অভিষেকে সেঞ্চুরির ইনিংসে ২২৪ বল খেলে ১৩টি চার ও ১টি ছক্কা মারেন ২৪ বছর বয়সী জাকির।সেঞ্চুরির ইনিংস খেলার পথে বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে উদ্বোধনী জুটিতে নাজমুল হোসেন শান্তর সাথে ১২৪ রান তুলেন জাকির। অভিষেক টেস্টের প্রথম ইনিংসে ৪৫ বলে ৩টি চারে ২০ রান করেছিলেন জাকির।

Advertisement