চলতি বছরেই ব্রেক্সিট ডিল চুড়ান্ত হবে : আশাবাদী ইইউ নেতারা : EU expects Brexit deal by ‘end of year’

ব্রিটবাংলা ডেস্ক : চলতি বছরের ভেতরেই ব্রেক্সিট ডিল চুড়ান্ত হবে বলে আশা ব্যক্ত করেছেন ইউরোপিয়ান ইউনিয়নের দুই শীর্ষ কর্মকর্তা। আগামী ১৭ অক্টোবর ইউরোপিয়ান ইউনিয়নের লিডারদের পরবর্তী মিটিং হবে। সেখানেই ব্রেক্সিট ডিল চুড়ান্ত হবে বলে আশা তাদের। শুক্রবার অষ্ট্রিয়ার সংবাদ মাধ্যমকে ইউরোপিয়ান কমিশনের প্রধান জিন ক্লাউড জাঙ্কার জানিয়েছেন, অক্টোবরে না হলেও নভেম্বরের মধ্যেই একটি ডিলে পৌঁছানো সম্ভব হবে।

অন্যদিকে ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক বলেছেন, অক্টোবরের মাঝেই সমঝোতায় পৌঁছানোর চেষ্টা করবেন তিনি। নয়ত চলতি বছরই এটা হবে বলে তার আশা। একই আশা ব্যক্ত করেছেন ব্রিটিশ ফরেইন অফিস মিনিষ্টার স্যার এলান ডানকানও। যদিও আয়ারল্যান্ড বর্ডারসহ আরো কিছু ইস্যুতে এখনো সমঝোতায় পৌঁছতে পারেনি ইউকে এবং ইইউ। তবে ২০১৯ সালের ২৯শে মার্চের ব্রেক্সিট হতে হবে।

Top EU officials have expressed optimism that a Brexit deal can be struck by the end of the year.

Jean-Claude Juncker, the head of the European Commission, said the chance of the UK and the EU reaching a deal has increased in the last few days and could be agreed by November.

Meanwhile, European Council President Donald Tusk said an agreement was possible by the end of 2018.

But Irish PM Leo Varadkar said there is still “a fair bit of work to be done”.

The UK is due to leave the EU on 29 March 2019.

However, there is still no agreement on some issues, including how to avoid new checks on the Irish border.

Both sides had hoped to finalise the so-called divorce agreement and agree a statement on their future economic co-operation by an EU summit in 11 days’ time.

Speaking to the Austrian press on Friday and asked whether an agreement could be reached at the next meeting of European leaders on 17 October, Mr Juncker said: “We are not that far yet. But our will is unbroken to reach agreement with the British government.”

He said a deal could be agreed by November.

Speaking on Saturday, European Council President Mr Tusk said: “We will try for it [agreeing a deal] in October… and I think there is a chance to have an accord by the end of the year.”

Foreign Office minister Sir Alan Duncan also expressed optimism that a deal could be reached before December.

There were also reports from EU officials of a better atmosphere in talks over the Irish border.

Advertisement