চিকিৎসায় নোবেল পেলেন দুই মার্কিন বিজ্ঞানী

আমাদের স্নায়ুতন্ত্র কিভাবে ‘তাপমাত্রা এবং স্পর্শ’ উপলদ্ধি করে তার রিসেপ্টর আবিষ্কারের জন্য ২০২১ সালে চিকিৎসাবিদ্যায় নোবেল পুরষ্কার জিতেছেন দুই মার্কিন বিজ্ঞানী ডেভিড জুলিয়াস এবং আরডেম পটাপৌটিয়ান।নোবেল কমিটির প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, তাপ, ঠান্ডা এবং স্পর্শ অনুভব করার ক্ষমতা আমাদের বেঁচে থাকার জন্য অপরিহার্য এবং এটি আমাদের চারপাশের পৃথিবীর সঙ্গে আমাদের মিথস্ক্রিয়া ঘটায়। এই নোবেল বিজয়ীরা স্নায়ু কিভাবে তাপ এবং স্পর্শের মতো অনুভূতি অনুধাবন করে তার সমাধান করেছেন।ডেভিড জুলিয়াস ক্যাপসাইসি ব্যবহার করে ত্বকের স্নায়ু প্রান্তের সেন্সর শনাক্ত করেন যা তাপের প্রতিক্রিয়া জানায়। আর্ডেম পাতাপৌটিয়ান সংবেদনশীল কোষ ব্যবহার করে একটি নতুন ধরনের সেন্সর আবিষ্কার করেন যা ত্বক এবং অভ্যন্তরীণ অঙ্গগুলোর যান্ত্রিক উদ্দীপনায় সাড়া দেয়।নোবেল কমিটি জানায়, এই যুগান্তকারী আবিষ্কারগুলো আমাদের স্নায়ুতন্ত্র কিভাবে তাপ, ঠান্ডা এবং যান্ত্রিক উদ্দীপনা অনুভব করে সেটি বুঝতে সাহায্য করেছে।

Advertisement