চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে মুখোমুখি যারা

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের খেলা শেষ। এবার সেমিফাইনাল। এবার করোনার কারণেই কোয়ার্টার ফাইনালের আগেই ড্র করে রেখেছিল ইউরোপিয়ান ফুটবলের অভিভাবক সংস্থা উয়েফা। একেবারে ফাইনাল পর্যন্ত ড্র এবং সূচি নির্ধারিত।বিশ্বকাপে যেভাবে প্রতিটি রাউন্ডের ড্র আগেই করা হয়ে যায়, তেমনি উয়েফাও এবার কোয়ার্টার ফাইনালের আগে পুরো টুর্নামেন্টের ড্র সেরে রাখে। সে হিসেবে কোয়ার্টার ফাইনাল শেষ হওয়ার পরপরই নিশ্চিত হয়ে যায় সেমিফাইনালে কে কার মুখোমুখি হবে।পূর্বে ঠিক করা ড্র অনুসারে সেমিতে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব চেলসিকে পাচ্ছে জিনেদিন জিদানের দল রিয়াল মাদ্রিদ। সর্বোচ্চ ১৩ বার শিরোপা জেতা রিয়ালের সামনে এবার ১৪তম শিরোপার হাতাছানি। চেলসিকে হারাতে পারলেই তাদের সামনে বাকি থাকবে আর একটি মাত্র ধাপ।অন্যদিকে এবারই প্রথম চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে উঠে আসা ম্যানচেস্টার সিটি মুখোমুখি হবে নেইমার-এমবাপেদের দল প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি)। গত চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলেছিল পিএসজি। সেবার ফাইনালে তারা হেরে গিয়েছিল বায়ার্ন মিউনিখের কাছে। এবার সেই বায়ার্নকে কোয়ার্টার ফাইনালে হারিয়েই তারা উঠে এলো সেমিফাইনালে।

সেমিফাইনালের সূচি

২৭ বা ২৮ এপ্রিল, মঙ্গলবার /বুধবার : রিয়াল মাদ্রিদ-চেলসি

৪ বা ৫ মে, মঙ্গলবার/বুধবার : চেলসি-রিয়াল মাদ্রিদ

২৭ বা ২৮ এপ্রিল, মঙ্গলবার /বুধবার : পিএসজি-ম্যানসিটি

৪ বা ৫ মে, মঙ্গলবার/বুধবার : ম্যানসিটি-পিএসজি

Advertisement