চ্যারিটি অর্থ প্রতারকের জেলদন্ড : East London man jailed for charity fraud

ব্রিটবাংলা রিপোর্ট : প্রতারণার মাধ্যমে সংগৃহিত চ্যারিটির অর্থ আত্মসাতের দায়ে ইস্ট লন্ডনের নিউহ্যাম বারার স্ট্রাটফোর্ডের এক ব্যক্তিকে তিন বছরের জেল দিয়েছে লন্ডনের ব্ল্যাকফ্রায়ার্স ক্রাউন কোর্ট।

দন্ডিত ব্যক্তির নাম মোহাম্মদ নাজমুল আলম। তার বয়স ৩৬ বছর। জ্বালিয়াতির মাধ্যমে একটি চ্যারিটি সংস্থার নামে অর্থ সংগ্রহের কথা আদালতে স্বীকার করেছেন তিনি।

তাকে সহযোগিতা করার জন্যে তার একাউনটেন্টকেও নয় মাসের জেল এবং ১৮ মাসের জন্যে সাসপেন্ড করেছে। একাউনটেন্টের নাম মোহাম্মদ মহসিন। বয়স ৬০ বছর। ইস্ট লন্ডনের ইলফোর্ডে তার ফার্ম। তিনি দোষি নাজমুল আলমের পক্ষে জ্বাল কাগজপত্র ও ভুল তথ্য চ্যারিটি কমিশনে পাটিয়েছেন।

আদালত জানিয়েছে, নন এলায়েন্স স্যোসাল এইড ফাউন্ডেশন নামে একটি চ্যারিটি সংস্থার ট্রাস্টি হিসেবে তিনি চার বছরে প্রায় ১শ ৬৭ হাজার পাউন্ড সংগ্রহ করেন তিনি। তবে এই নামে কোন সংস্থা চ্যারিটি কমিশনে রেজিস্টার নয়।

গত বছর ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশ বিষয়টি চ্যারিটি কমিশনের নজরে আনে। বিভিন্ন রেল স্টেশন এবং রেলের ভেতরে নিয়মিত এই সংস্থার নামে অর্থ সংগ্রহ করা হচ্ছিল। তবে অর্থ সংগ্রহের সময় যে ব্যাংক একাউন্ট দেখানো হচ্ছিল, সেই ব্যাংক একাউন্টের সঙ্গে চ্যারিটি কমিশনের ওয়েব সাইটে কোন তথ্যের মিল পাওয়া যায়নি। তদন্তে দেখা গেছে, রেলওয়ে নেটওয়ার্কের মাধ্যমে অর্থ সংগ্রহ করে সেই অর্থ নাজমুল আলম তিনি নিজের একাউন্টে ট্রান্সফার করতেন। এ জন্যে তিনি ভুয়া ইন্ডিয়ান রেস্টুরেন্টের নামে একটি কোম্পানিও করেন। অন্যদিকে একাউনটেন্ট মহসিন প্রতিবছর নাজমু আলমের পক্ষে অর্থনৈতিক রিপোর্ট পাঠাতেন চ্যারিটি কমিশনে।

East London man jailed for three years for charity fraud

A man from Stratford, east London, has been jailed after he pleaded guilty to fraudulently collecting money for charity.

Mohammed Nazmul Alam, 36, pleaded guilty at Blackfriars Crown Court last Monday and was sentenced the same day to three years in jail.

His accountant and co-defendent Mohammed Mohsin, 60, from Ilford, pleaded guilty to supplying false or misleading information to the Charity Commission.

The court heard how Alam stole £167,000 over the course of four years when he was a trustee of the Non Alliance Social Aid Foundation, which no longer exists.

Mohsin, who was given a nine month prison sentence suspended for 18 months, sent fraudulent annual reports to the Charity Commission.

They were caught last year after British Transport Police officers noticed that the charity had been collecting extensively but their declared accounts on the Charity Commission website did not look correct.

Inspector Dan Tanner said: “Alam arranged collections on the railway network then diverted the funds to his own account and a fake Indian restaurant company which he set up.

“Mohsin was a qualified accountant with a large business in east London. By repeatedly signing off the annual charity accounts as correct, he allowed this fraud to occur and for Alam to steal the donations. He now faces being struck off by his professional body.”

Tracy Howarth, head of regulatory compliance at the Charity Commission, added: “The deliberate criminal abuse of charities in this way is appalling and as this case shows, will not be tolerated.”

The Charity Commission has since removed the Non Alliance Social Aid Foundation from the charity register.

Advertisement