জরিমানা গুনতেই হলো ব্রিটিশ প্রধানমন্ত্রীকে

চলন্ত গাড়িতে সিটবেল্ট না বাঁধার দায়ে প্রধানমন্ত্রী ঋষি সুনককে জরিমানা করা হয়েছে। সিটবেল্ট খুলে তিনি সোশ্যাল মিডিয়ার জন্য ভিডিও রেকর্ড করছিলেন।ল্যাঙ্কাশায়ার পুলিশ জানিয়েছে যে তারা লন্ডনের ৪২ বছর বয়সী একজনকে একটি কন্ডিশনাল ফিক্সড পেনাল্টি নোটিস পাঠিয়েছে।নাম্বার-টেন ডাউনিং স্ট্রীট বলেছে, মিঃ সুনাক তাঁর ভুল সম্পূর্ণরূপে স্বীকার করেন এবং এই ভুলের জন্য তিনি দুঃখ প্রকাশ করেছেন। নাম্বার-টেন ডাউনিং স্ট্রীট আরও বলেছে বলেছে, প্রধানমন্ত্রী জরিমানা আদায় করবেন।সিট বেল্ট না পরে ধরা পড়লে গাড়ির যাত্রীর ১০০ পাউন্ড জরিমানা করা যেতে পারে। আর আদালত পর্যন্ত গড়ালে এই জরিমানা বৃদ্ধি পেয়ে ৫শ পাউন্ড পর্যন্ত হতে পারে।বৃহস্পতিবার ভিডিওটি যখন ধারণ করা হয়, তখন প্রধানমন্ত্রী ইংল্যান্ডের উত্তরাঞ্চল ভ্রমণের অংশ হিসেবে ল্যাঙ্কাশায়ারে ছিলেন। ভিডিওটি ঋষি শুনাকের অফিসিয়াল ইন্সতাগ্রাম পেইজে পোস্ট করা হয়। ভিডিওতে তিনি তাঁর সরকারের ‘লেভেলিং-আপ’ এর দ্বিতীয় ধাপের অর্থ বরাদ্দ নিয়ে কথা বলেন। ব্রিটেনের বিভিন্ন অঞ্চলের মধ্যে অসমতা কমিয়ে আনার লক্ষ্যে ‘লেভেলিং-আপ’ প্রকল্প বাস্তবায়ন করছে সরকার।সরকারে থাকাকালীন মিঃ সুনাক এই দ্বিতীয়বার ফিক্সড পেনাল্টি নোটিস পেলেন।গত এপ্রিল মাসে তাকে বরিস জনসন এবং স্ত্রী ক্যারির সাথে কোভিড লকডাউন নিয়ম ভঙ্গ করার জন্য জরিমানা করা হয়েছিল। ২০২০ সালের জুনে ডাউনিং স্ট্রিটে তৎকালীন প্রধানমন্ত্রীর জন্মদিনের সমাবেশে যোগ দেয়ার কারণে সেই জরিমানা করা হয় তাঁকে।

Advertisement