‘জাভি বার্সার কোচ না হলে খুন করবো’

ব্রিট বাংলা ডেস্ক :: বার্সেলোনার স্প্যানিয়ার্ড কিংবদিন্ত জাভি হার্নান্দেজ এখন কাতারি ক্লাব আল সাদের প্রধান কোচের দায়িত্বে। তবে জাভিকে বার্সার ডাগ আউটেই দেখতে চান তার এক সময়কার সতীর্থ স্যামুলে ইতো। খানিকটা রসিকতার সুরে ইতো বলেন, ‘কাতার ও স্পেনে সে (জাভি) দারুণ নেতৃত্ব দিয়েছে। ও যদি বার্সেলোনাকে কোচিং না করায়, তাহলে আমি ওকে মেরে ফেলবো!’
২০০৪ থেকে ২০০৯ পর্যন্ত ৫ বছর ন্যু ক্যাম্পে কাটিয়েছেন ক্যামেরুনিয়ান কিংবদন্তি ইতো। সব প্রতিযোগিতায় ১৯৯ ম্যাচে ১৩০ গোল করেন তিনি। কাতালান ক্লাবটির হয়ে ২০০৬ ও ২০০৯ সালে চ্যাম্পিয়ন্স লীগ আর ২০০৫, ২০০৬ ও ২০০৯ সালে লা লিগা শিরোপা জেতেন ইতো। ন্যু ক্যাম্পে জাভি ছাড়াও স্প্যানিয়ার্ড লেজেন্ড আন্দ্রেস ইনিয়েস্তা ও আর্জেন্টাইন জাদুকর লিওনেল মেসির সঙ্গে বন্ধুত্ব গড়ে ওঠে ইতোর। ইনিয়েস্তার প্রশংসা করে ইতো তিনি বলেন, ‘২০০৬ সালে প্যারিসের চ্যাম্পিয়নস লিগ ফাইনালে ও (ইনিয়েস্তা) ম্যারাডোনা, মেসি ও (ক্রিস্তিয়ানো) রোনালদোর মিলিত রূপে খেলেছিল। আমার প্রথম সাক্ষাৎকারে আমি বলেছিলাম, আমি যাদের সঙ্গে অনুশীলন করেছি, তাদের মধ্যে সে সেরা।’
ক্লাব পর্যায়ে ৩৭০ ও আন্তর্জাতিক অঙ্গনে ১১৮ ম্যাচে ৫৬ গোল করা ইতো কিছুদিন আগে ফুটবলকে বিদায় জানান। জাতীয় দলের হয়ে দুবার আফ্রিকান নেশন্স কাপ ও একবার অলিম্পিক গোল্ড মেডেল জিতেছিলেন তিনি।

Advertisement