জিএসসির নির্বাচনে মাহবুব-মকিস-রানা পরিষদ সমর্থনে বার্মিংহ্যামে সভা

ব্রিটেনে বাঙ্গালী প্রবাসীদের সর্ববৃহৎ কমিউনিটি সংগঠন গ্রেটার সিলেট ডেভোলাপমেন্ট এণ্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকের জাতীয় নির্বাহী কমিটির আসন্ন নির্বাচনে মাহবুব-মকিস-রানা প্যানেলের চেয়ার মার্কার সমর্থনে ওয়েস্ট মিডল্যান্ডস এর বার্মিংহামে এক নির্বাচনী সভা অনুষ্টিত হয়েছে। গত ১২ ফেব্রুয়ারী সোমবার বার্মিংহামের কভেন্ট্রি রোডের স্থানীয় মিষ্টিদেশ রেস্টুরেন্টে বার্মিংহাম ও ওয়েস্ট মিডল্যান্ডসের বিভিন্ন শহর থেকে বিপুল সংখ্যক কমিউনিটির নেতৃবৃন্দ, ডেলিগেটসদের উপস্থিতিতে বার্মিংহামের বিশিষ্ট কমিউনিটি নেতা বশির মিয়া কাদির এর সভাপতিত্বে ও সাংবাদিক জয়নাল ইসলাম এর পরিচালনায় অনুষ্টিত নির্বাচনী সভায় বিশিষ্ট কমিউনিটি নেতা কামাল আহমদের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্টানে বক্তব্য রাখেন গ্রেটার সিলেট ডেভোলাপমেন্ট এণ্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকের বর্তমান চেয়ারম্যান ও আসন্ন নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী নুরুল ইসলাম মাহবুব, বর্তমান সেক্রেটারি সৈয়দ আব্দুল কাইয়ুম কয়ছর, কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি ও আসন্ন নির্বাচনে সেক্রেটারি প্রার্থী মকিস মনসুর আহমদ, কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি ডক্টর মুজিবুর রহমান, ট্রেজারার প্রার্থী হাবিবুর রহমান রানা, কেন্দ্রীয় সদস্য ও সাউথ ওয়েস্ট রিজিওনের সাবেক সভাপতি শেখ শাহজাহান তরফদার, বিশ্বনাথ এইডের চেয়ারম্যান আব্দুর রহিম রঞ্জু, বার্মিংহাম শহীদ মিনার পরিষদের সভাপতি কমিউনিটি নেতা কমরেড মসুদ আহমদ, দেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান মিসবাউর রহমান মিসবা, বিশিষ্ট কমিউনিটি নেতা কবির উদ্দিন, হবিগঞ্জ সোসাইটি ইউকের সভাপতি রানা মিয়া চৌধুরী, মৌলভীবাজার জন কল্যাণ কাউন্সিলের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ জমশেদ আলী, জাতীয় দিবস উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল বাবলু, ইয়ার্ডলি লেবার পার্টি সিএলপির ভাইস চেয়ার সাদেক মিয়া শামসুল, রাজনগর সমাজ কল্যাণ সংস্থার সভাপতি নুরুল ইসলাম কিসলু,কমিউনিটি নেতা বুলন চৌধুরী,জাতীয় দিবস উদযাপন পরিষদের যুগ্ন সাধারণ সম্পাদক জুম্মা আহমদ লিটু,সাংগঠনিক সম্পাদক আশিক মিয়া,কমিউনিটি নেতা এনামুল হক খান নেফা,জুনেদ আহমদ,মৌলানা রশিদ আহমদ,হবিগঞ্জ সোসাইটি ইউকের যুগ্ন সম্পাদক রহমত আলী,বালাগঞ্জ ওসমানীনগর গরিব কল্যাণ ট্রাস্টের সাধারণ সম্পাদক শাহ বদরুজ্জামান বদর,মৌলভীবাজার জনকল্যাণ কাউন্সিলের সাধারণ সম্পাদক মুস্তাকিম আলী,বিশিষ্ট ব্যবসায়ী শাহ জমসেদ আলী,আব্দুর রহমান মেমোরি ট্রাস্ট ইউকের সভাপতি আবু হায়দার চৌধুরী সুইট,কমলগঞ্জ সমিতি ইউকের সাধারণ সম্পাদক মোহাম্মদ মোহিত,সিরাজুল ইসলাম তসলু,আবু নৌশাদ,সিলেট স্পোর্টিং ক্লাবের ট্রেজারার এম এ কবির,সুহেল আহমদ,রিয়াজ আহমদ,  সৈয়দ আকলাকুল আম্বিয়া রাবেল.  কমিউনিটি নেতা লুৎফুর রহমান,পাঁচগাঁও ইউনিয়ন ডেভোলাপমেন্ট ট্রাস্ট ইউকের সাধারণ সম্পাদক সাইফুর রহমান বাসিক,লিটন আহমদ,যুব সংগঠক মনসুর আলম,মোহিত মিয়া,আকমল হোসেন,নাজ আহমদ,সুহেল আলী,মাহমুদ আলী,উজ্জ্বল মিয়া,আলী আহমদ,মাসুদ আহমদ,আবুল কালাম আজাদ,জয়নাল আহমদ ,শাওন আহমদ,সৈয়দ সায়েম আহমেদ, সৈয়দ রুবেল আহমদ, শিপন আহমদ প্রমুখ।এসময় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলা ভয়েস সম্পাদক মোহাম্মদ মারুফ,বাংলামেইল সম্পাদক সৈয়দ নাসির, চ্যানেল এসের বার্মিংহাম প্রতিনিধি রিয়াদ আহাদ, চ্যানেল আই এর বিশেষ প্রতিনিধি আব্দুল আহাদ সুমন, চ্যানেল আই এর  বার্মিংহাম প্রতিনিধি লোকমান হোসেন কাজী, এনটিভি প্রতিনিধি ফারছু আহমদ চৌধুরী,টিভি ওয়ানের বার্মিংহাম প্রতিনিধি কলামিস্ট আমিরুল ইসলাম বেলাল,এটিএন বাংলার বদরুল আলম,বাংলা কাগজের ও ৭১ টিভির বার্মিংহাম প্রতিনিধি রাজু আহমদ,এলবি ২৪ এর বার্মিংহাম প্রতিনিধি জিয়াউর রহমান জিয়া,বাংলা কাগজের জুনেদ আহমদ বাংলা মেইলের জিয়া তালুকদার রিয়েল সিলেটের হেলাল আহমদ প্রমুখ lসভায় বক্তারা আগামী ২৫ ফেব্রুয়ারির নির্বাচনে সংকীর্ণ আঞ্চলিকতা বিদ্বেষ ও বিভাজন নয় ব্রিটেনে সিলেটি কমিউনিটিকে ঐক্যবদ্ধ ও শক্তিশালী করতে এবং সকল সদস্য বৃন্দের মধ্যে একতা, ভাতৃত্ববোধ গৌরবোজ্জল ইতিহাস, প্রবাসীদের বিভিন্ন দাবি দাওয়া ও অধিকার আদায়ে জিএসসিকে আরো গতিশীল সংগঠনে পরিণত করতে মাহবুব মকিস রানা প্যানেলেকে ভোট ও সমর্থন প্রদান করার আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি

Advertisement