জিসিএসই পরীক্ষার ফল : সাফল্য বাড়ছে বাঙালী শিক্ষার্থীদের

ব্রিটবাংলা রিপোর্ট : ইংল্যান্ড, ওয়েলস এবং নর্দার্নআয়ারল্যান্ডে জিসিএসই পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে বৃহস্পতিবার। এবারই প্রথম ইংল্যান্ডে নতুন নিয়মে পরীক্ষা দিয়েছেন শিক্ষার্থীরা। নতুন নিয়মে গ্রেইড ‘এ স্টার’ বা ‘এ’ এর পরিবর্তে নাম্বার দেওয়া হয়েছে। এ স্টারের সমান হল ৯ অথবা ৮ এবং এ’এর সমান ৭। তবে এবার শুধু ইংলিশ এবং ম্যাথসে নাম্বারিং গ্রেড দেওয়া হয়। তাতে ইংলিশে ৭২ দশমিক ৪ শতাংশ পাশ করেন। যা গত বছরের তুলনায় ২ দশমিক ২ পার্সেন্ট কম। অন্যদিকে ম্যাথসে পাশ করেছেন ৭০ দশমিক ৭ শতাংশ। গত বছরের তুলনায় শূণ্য দশমিক ৭ শতাংশ কমেছে। এদিকে বরাবরের মতো এবারো লন্ডনের বিভিন্ন এলাকায় জিসিএসই পরীক্ষায় ভালো ফলাফল করেছেন বাঙালী মেয়েরা।

আউটস্ট্যান্ডিং ফলাফল অর্জনকারী ইউকের শীর্ষ ৪ শতাংশ শিক্ষার্থীর মধ্যে বাঙালী শিক্ষার্থীরা আছেন অনেক। ইতালি থেকে আসা বাঙালী পরিবারের মেয়েদের সাফল্যও রয়েছে। জিসিএসই পরীক্ষার ফলাফল নিয়ে চ্যানেল এসের বার্তা সম্পাদক কামাল মেহেদীর রিপোর্টটি ব্রিটবাংলার পাঠকদের জন্যে এখানে তুলে দেওয়া হলে। নীচের লিঙ্কে ক্লিক করলে এবারের জিসিএসই পরীক্ষায় টাওয়ার হ্যামলেটসের মালবারি গার্লস স্কুল, সেন্ট্রাল ফাউন্ডেশন গার্লস স্কুল, জামিয়াতুল উম্মাহ বয়েস স্কুল এবং দারুল হাদিস লতিফিয়ার ফলাফলের চিত্র পাওয়া যাবে। কৃতজ্ঞতা চ্যানেল এসের প্রতি।

Advertisement