জুড়িতে বিজিবি’র হাতে ৯৬ বোতল ভারতীয় ফেনসিডিল আটক

সিলেট অফিস :: বিয়ানীবাজার বিজিবি-৫২ ব্যাটালিয়ান জুড়ি উপজেলার ফুলতলা সীমান্তরক্ষীগণ এক অভিযান চালিয়ে জুড়ি উপজেলার বিরেন তলা এলাকা থেকে ৯৬ বোতল ভারতীয় ফেনসিডিল আটক করেছে। এ বিষয়ে যথাযথ আইনে মামলা দায়ের করেছে বিজিবি।

বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল ফয়জুর রহমান, এসপিপি, পিএসসি জানান, গত ৬ অক্টোবর রোববার বিকেল ৫ টায় গোপন সংবাদের ভিত্তিতে ফুলতলা বিওপি‘র টহল কমান্ডার জেসিও ৭৯৮০ নাঃ সুবেঃ মোঃ হারুন অর রশিদ এর নেতৃত্বে মৌলভীবাজার জেলার জুড়ী থানার অন্তর্গত বিরেনতলা নামক স্থানে টহলের উদ্দেশ্যে গমন করে কৌশলগত অবস্থান নেয়। বিকেল ৭ টায় মেইন পিলার ১৭২০/৭-এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে এর নিকট দিয়ে এক ব্যক্তি ভারত হতে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে থাকে। উক্ত ব্যক্তি বিজিবি টহল দলের উপস্থিতি বুঝতে পেরে একটি পলিথিনে মোড়ানো ব্যাগ ফেলে ঝোপঝাড়ের মধ্য দিয়ে দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি টহলদল কর্তৃক পলিথিন মোড়ানো ব্যাগ তল্লাশী করে ভারতীয় ৯৬ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করে। যার সিজার মূল্য ৩৮,৪০০/-টাকা। আটককৃত মাদকদ্রব্যের মাদক উদ্ধার পরবর্তী মৌলভীবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে মামলা দায়ের করা হয়েছে।

Advertisement