টরন্টোতে আজ শুরু হচ্ছে বাংলাদেশ ফেস্টিভ্যাল

ব্রিট বাংলা ডেস্ক :: কানাডার টরন্টোতে আজ শনিবার স্থানীয় সময় ৬টায় শুরু হতে যাচ্ছে বাংলাদেশ ফেস্টিভ্যাল। ২৮ ও ২৯ এপ্রিল দুই দিনব্যাপী এই উৎসবে থাকছেন দুই বাংলার দুই জনপ্রিয় সঙ্গীতশিল্পী শুভমিতা এবং আগুন।
টরন্টোস্থ ২৩০০ ফার্মেসি এভিনিউতে অনুষ্ঠিতব্য চতুর্থ বাংলাদেশ ফেস্টিভ্যাল আরও থাকছেন বাংলাদেশ আইডলখ্যাত তুরিন ও হারানো দিনের গানের শিল্পী নাহিদ নাজিয়া এবং স্থানীয় শিল্পী ছাড়াও থাকবেন মন্ট্রিয়লের দেবপ্রিয়া কর রুমা, মনিকা মুনা ও মৃণাল পিংকু।
চতুর্থ বাংলাদেশ ফেস্টিভ্যাল কমিটির কনভেনর শহিদুল ইসলাম মিন্টু বলেন, ‘এবারের আয়োজন আরো গোছানো এবং সমৃদ্ধ’।
বাংলাদেশ ফেস্টিভ্যালের সাফল্য কামনা করে শুভেচ্ছা বাণী দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোসহ অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ। অনুষ্ঠানিকভাবে এ ফেস্টিভ্যাল উদ্বোধন করবেন কানাডাস্থ বাংলাদেশের হাই কমিশনার মিজানুর রহমান।
Advertisement