টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, বৃষ্টিতে খেলা বন্ধ

সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে আয়ারল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। স্থানীয় সময় দুপুর ২টায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে গড়াবে খেলা। ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে টস, যেখানে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত আইরিশ অধিনায়ক পল স্টার্লিংয়ের।আজ জয় পেলেই সিরিজ নিশ্চিত হবে টাইগারদের। সেই সাথে নতুন একটা রেকর্ডের সম্মুখে দাঁড়িয়ে সাকিব আল হাসানের দল। টানা পাঁচ টি-টোয়েন্টি ম্যাচ জয়ের হাতছানি তাদের সম্মুখে। যার স্বাদ এর আগে আর কখনো পায়নি বাংলাদেশ।তবে এই রেকর্ড গড়তে প্রতিপক্ষ থেকেও বড় প্রতিপক্ষ বৃষ্টি। প্রতিদিন বৃষ্টি হচ্ছে দেশে। প্রথম ম্যাচেও জয় এসেছে বৃষ্টি আইনে। আজো চট্টগ্রামের আকাশ কালো হয়ে আছে মেঘের আনাগোনায়, বৃষ্টিও হচ্ছে থেমে থেমে। কাভার সরানো হয়নি।আইরিশদের একাদশে এক পরিবর্তন থাকলেও অপরিবর্তিত একাদশ নিয়ে নেমেছে টাইগাররা।

বাংলাদেশ একাদশ : রনি তালুকদার, লিটন কুমার দাস, সাকিব আল হাসান (অধিনায়ক) তাওহীদ হৃদয়, শামিম পাটোয়ারী, নাজমুল হোসেন শান্ত, মেহেদী মিরাজ, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ।

আয়ারল্যান্ড একাদশ : মার্ক অ্যাডায়ার, কার্টিস ক্যাম্ফার, জর্জ ডকরেল, স্টিফেন ডোহানি, গ্রাহাম হিউম, পল স্টারলিং (অধিনায়ক), হ্যারি টেক্টর, এন্ডি ম্যাকবির্নি, লরকান টাকার, ফিয়ন হ্যান্ড ও বেন হোয়াইট।

Advertisement