টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

টেস্টে বিশাল ব্যবধানে জয়ের পর এবার ওয়ানডের মিশনে মাঠে নামছে বাংলাদেশ। তবে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টস ভাগ্য হেসেছে স্বাগতিক জিম্বাবুয়ের পক্ষে।টস জিতে আগে ফিলডিং করার সিদ্ধান্ত নিয়েছেন জিম্বাবুয়ের অধিনায়ক ব্রেন্ডন টেলর। টেস্টের মতো ওয়ানডেতেও আগে ব্যাটিং করতে হবে বাংলাদেশকে। যদিও এ সিদ্ধান্ত মনঃপুত হয়নি বাংলাদেশেরটাইগার অধিনায়ক তামিম ইকবাল জানিয়েছেন, টস জিতলে তিনি আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিতেন। কারণ হাররে স্পোর্টস ক্লাব মাঠে প্রথম ঘণ্টায় বোলারদের জন্য থাকে বাড়তি সুবিধা।জিম্বাবুয়ের বিপক্ষে এখনও পর্যন্ত বাংলাদেশ দল টস হেরে আগে ব্যাটিং করেছে ২৩ ম্যাচে। যেখানে জয় মিলেছে ১৫টিতে আর পরাজয় বাকি ৮ ম্যাচে। আর ১৬তম জয়ের খোঁজেই খেলতে নামবে তামিমের দল।আর তামিমের অধিনায়কত্ব বিবেচনায় আনলে, এখনও পর্যন্ত ৮টি ম্যাচ টস হেরেছেন তামিম। সেই ৮ ম্যাচের মধ্যে জয় মিলেছে মাত্র ২টিতে। এই পরিসংখ্যান উন্নতির লক্ষ্যই থাকবে আজকের ম্যাচে।

Advertisement