টাওয়ার হ্যামলেটসে সাউথ আফ্রিকান এবং ব্রাজিলিয়ান ভ্যারিয়েন্ট শনাক্ত : নতুন করে করোনা টেস্ট করানোর আহ্বান

বাঙালী অধ্যুষিত লন্ডন বারা অব টাওয়ার হ্যামলেটসে করোনার সাউথ আফ্রিকান এবং ব্রাজিলিয়ান ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। এ কারণে বারার নাগরিকদের আবারো করোনা টেস্ট করানোর আহ্বান জানানো হয়েছে। বিশেষ করে ই-ওয়ান, ই-থ্রি এবং ই-ফোরটিন এলাকার নাগরিকদের টেস্ট করাতে আহ্বান জানানো হয়েছে। টাওয়ার হ্যামলেটস কাউন্সিল জানিয়েছে, টেস্টের জন্য নতুন সাইট খোলা হয়েছে।

সংশ্লিষ্ট এলাকার ১১ বছর বয়সী নাগরিক থেকে শুরু করে, যারা এখানে কাজ করছেন অথবা শিক্ষা কাজে এই তিন পোস্ট কোড এলাকায় আসেন তাদের সবাইকে করোনা টেস্ট করাতে আহ্বান জানিয়েছে হেলথ ডিপার্টমেন্ট।
হেলথ ডিপার্টমেন্ট জানিয়েছে, যাদের শনাক্ত হয়েছে তারা সেল্ফ আসোলেটিং রয়েছে। তবে এর সঙ্গে সম্প্রতি দক্ষিণ লন্ডনে শনাক্ত হওয়া ভ্যারিয়েন্টের কোনো সম্পর্ক নেই বলেও নিশ্চিত করেছে হেলথ ডিপার্টমেন্ট।
এর আগে শুক্রবার দুটি সাউথ আফ্রিকান ভ্যারিয়েন্ট শনাক্ত হওয়ায় রেডব্রিজ বারায় সবাইকে নতুন করে করোনা টেস্ট করানোর আহ্বান জানানো হয়।
এদিকে ব্রিটেনে অন্তত ৪শ জনের বেশি ইন্ডিয়ান ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছে বলেও জানিয়েছে হেলথ ডিপার্টমেন্ট।

Advertisement