টানা দুই পরীক্ষায় সাকিব করোনা নেগেটিভ

করোনার কারণে স্থগিত হয়েছে এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসর। স্থগিত হবার পর গত মঙ্গলবার দেশে ফিরেছেন বাংলাদেশী অলরাউন্ডার সাকিব আল হাসান। এখন গুলশানের একটি হোটেলে কোয়ারেন্টাইনে রয়েছেন তিনি। সেখানেই সাকিবের প্রথম করোনা পরীক্ষার জন্য নমুনা নেয়া হয়েছিল। তাতে সাকিবের দেহে করোনার অস্তিত্ব মেলেনি, তার ফলাফল নেগেটিভ এসেছিল। এবার দ্বিতীয় পরীক্ষায়ও করোনা নেগেটিভ এসেছে সাকিবের। বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক মঞ্জুর হোসাইন বলেন, ‘ওনার টানা দুই পরীক্ষায় করোনা নেগেটিভ এসেছে। গতকাল প্রথম টেস্টের ফল পাওয়ার পর দ্বিতীয় টেস্টের নমুনা নেওয়া হয়। সেটার ফল আজ নেগেটিভ এসেছে।’

সাকিব এবারের আসরে খেলেছেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে। সর্বপ্রথম তার দলের সতীর্থ বরুণ চক্রবর্তী এবং সন্দীপ ওয়ারিয়রের শরীরে করোনা ভাইরাসের অস্তীত্ব ধরা পড়েছিল। এরপর কলকাতারই ক্রিকেটার টিম শেইফার্টও কোভিড পজিটিভ হন। সর্বশেষ পেসার প্রসিদ্ধ কৃষ্ঞার শরীরেও এই ভাইরাসের অস্তিত্ব মেলে। এই নিয়ে কলকাতার ৪জন ক্রিকেটার করোনা ভাইরাসে আক্রান্ত হলেন। ফলে সাকিবের ফলাফল কি হয় তা নিয়ে বেশ উদ্বীগ্ন ছিলেন দেশের ক্রিকেট সমর্থকরা। যদিও আগামী কয়েকদিন আরো কয়েকদফা করোনা পরীক্ষা করানো হবে সাকিবের।এদিকে সাকিবের পাশাপাশি স্ত্রীসহ মোস্তাফিজেরও প্রথম দফায় করোনা নেগেটিভ এসেছে। আজ তার দ্বিতীয় দফায় নমুনা নেওয়া হয়েছে। যার ফলাফল পাওয়া যাবে আগামীকাল।২৩ মে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচ। ফলে মাত্র দুদিন অনুশীলনের সুযোগ পাবেন তারা। তিন ওয়ানডে খেলতে শ্রীলঙ্কা ক্রিকেট দল বাংলাদেশে আসছে আগামী ১৬ মে। ২৩ মে প্রথম ওয়ানডের পর দ্বিতীয় ও শেষ ওয়ানডে ২৫ এবং ২৮ মে। দিবারাত্রির প্রতিটি ম্যাচ হবে মিরপুর শের-ই-বাংলায়।

Advertisement