টি.এফ.এল কর্তৃক সকল মিনিক্যাব ড্রাইভারদের কনজেসন চার্জ প্রদানের ঘোষনায় ,কঠোর সমালোচনা || ১৪’ই জানুয়ারী টি,এফ, এল অফিসের সম্মুখে বিক্ষোভ

৯ই জানুয়ারি বুধবার ব্রিটিশ বাংলাদেশ মিনিক্যাব ড্রাইভারস এসোসিয়েশনের এক জরুরি সভা পূর্ব লন্ডনের কর্মাশিয়াল রোড়ে অনুস্টিত হয় ।

সংঘটনের সাধারণ সম্পাদক আবুল কালাম এর পরিচালনায় ও সভাপতি কাজী বাবর আহমেদের সভাপতিত্বে অনুস্টিত এ সভায় টী,এফ,এল কর্তৃক সম্প্রতি সকল মিনিক্যাব ড্রাইভারদের উপর কনজেসন চার্জ প্রদানের ঘোষনায়
কঠোর সমালোচনা করা হয় ।
উল্লেখ্য আগামি ৮ই এপ্রিল ২০১৯ সকাল ৭ ঘটিকা হতে বিকেল ৬ ঘটিকা পর্যন্ত ,সপ্তাহের সোম বার থেকে শুক্রবার প্রাইভেট হায়ার গাড়ি কনজেশন চার্য জোনের ভেতরে প্রবেশ করলে ১১ পাউন্ড ৫০ পেনি, করে কনজেশন চার্য প্রদানের ঘোষনা দেয় টি,এফ, এল।
সভায় এর প্রতিবাদে আগামি ১৪’ই জানুয়ারী টি,এফ, এল অফিসের সম্মুখে সংঘটনের পক্ষ থেকে বিক্ষোভ প্রর্দশন করার ঘোষনা দেয়া হয় ।
অন্যানের মধ্য বক্তব্য রাখেন আবিদ হোসেন অপু্, মোহাম্মদ আবুল কালাম, আব্দুস সালাম,মোস্তাক আহমদ,পারভেজ আহমদ, তওফিক আহমেদ, ফজলুল ইসলাম প্রমুখ ।

Advertisement