ট্রাম্প সমর্থকের কবলে লন্ডন মেয়র (ভিডিও) : Sadiq Khan speech interrupted by protesters

ব্রিটবাংলা ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এবং ব্রেক্সিট সমর্থকের কবলে পড়েছিলেন লন্ডন মেয়র সাদিক খান। শনিবার সকালে লন্ডনে ফ্যাবিয়ান সোসাইটির কনফারেন্সে মেয়র সাদিক খানের বক্তব্য শুরুর সঙ্গে সঙ্গে দর্শক সারি থেকে এক শ্বেতাঙ্গ পুরুষ আমেরিকার পতাকা হাতে নিয়ে মেয়র সাদিক খানকে গ্রেফতারের দাবী করে। প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ব্রিটেন সফরের বিরোধীতা করায় সাদিক খানের বিরুদ্ধে এই প্রতিবাদ বলে জানায় সে। অন্যদিকে একই সময় অন্য দুজন ব্রেক্সিট সমর্থক পতাকা হাতে দাঁড়িয়ে যান। অবশ্য পুলিশ এসে তাদের সরিয়ে নিয়ে যায়। এ ব্যাপারে আরো জানতে নীচের লিঙ্কে ক্লিক করুন।

Sadiq Khan speech interrupted by protesters

The Mayor of London, Sadiq Khan, was interrupted by a group of protesters while speaking at an event for the Fabian Society.

The protesters, calling themselves the “White Pendragons”, announced they had come to perform a “citizen’s arrest” on Mr Khan.

When they were removed from the venue, the mayor said “at least I didn’t get given a P45” – a reference to an incident involving Prime Minister Theresa May at the 2017 Conservative Party conference.

An organiser told the BBC the protestors were admitted because they bought tickets, and appeared to be a far-right group.

Advertisement