ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে আরো ১৫০

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ১১০ জন। এরমধ্যে ঢাকায় ৭৫ জন আর ঢাকার বাইরে ৩৫ জন নতুন রোগী পাওয়া গেছে।রবিবার (২১ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম ডেঙ্গু বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।চলতি মাসে এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৭৯৮ জন ডেঙ্গু রোগী। দেশে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৯৮ জনের মৃত্যু হয়েছে।স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, সারা দেশে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৫৩১ জন ডেঙ্গু রোগী ভর্তি আছে। তাদের মধ্যে ঢাকার ৪৬টি সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৪১৫ জন। ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি আছেন ১১৬ জন।চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২১ নভেম্বর পর্যন্ত ২৬ হাজার ৪৫৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ২৫ হাজার ৮২৪ জন।

Advertisement