তীব্র সমালোচনার মুখে কঙ্গনা

ব্রিট বাংলা ডেস্ক :: কঙ্গনা রানাউতের হলটা কী? বলিউড কুইনের তো সস্তার পাবলিসিটির প্রয়োজন নেই। তাহলে কি নিজে থেকেই বির্তকে জড়াতে ভালবাসেন তিনি? কন্ট্রোভার্সি কুইন তকমা কি খুব প্রিয় অভিনেত্রীর? কঙ্গনার কাণ্ডকারখানা দেখে এমন প্রশ্নই তুলছে নেটিজেনদের একাংশ। কেন? কারণ মহাত্মা গান্ধীর মৃত্যুদিবসেও বিস্ফোরক টুইট করে বিতর্ক উসকে দিয়েছেন তিনি। তার প্রয়াণ দিবসে নাথুরামের সমর্থনে টুইট করেন কঙ্গনা। গড্ডালিকা প্রবাহে গা না ভাসিয়ে বরাবরই উলটো পথে হাঁটায় বিশ্বাসী কঙ্গনা। তার সেই সাহসিকতাকে কুর্নিশও জানান অনুরাগীরা। কিন্তু এবার তিনি যা করলেন, তাতে প্রশংসা তো দূর, তীব্র কটাক্ষের শিকার হতে হল। মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা জানানোর ধারে কাছে না গিয়ে কংগ্রেস সরকারের নিন্দা এবং নাথুরাম গডসের প্রশংসা শোনা গেল কঙ্গনার কাছ থেকে।

এদিন তিনি টুইট করেন, প্রতিটা গল্পের তিনটে দিক রয়েছে। আমার, আপনার এবং সত্যের। একজন ভাল কথক যেমন সব স্বীকার করে না, তেমন সব লুকিয়েও রাখে না। সেই জন্যই আমাদের পাঠ্যবইগুলি কোনও কাজের নয়। কেবল নানা ধরনের ব্যাখ্যায় ভরপুর। আর সেই সঙ্গে গান্ধীর হত্যাকারীর সঙ্গে দেশভাগের যন্ত্রণার একটি ছবিও পোস্ট করেন। যেন বুঝিয়ে দিতে চাইলেন, ইতিহাসে দেশভাগের নেপথ্য কাহিনী দেশবাসীর সামনে তুলে না ধরে নাথুরামকেই ‘ভিলেন’ আখ্যা দিয়েছিল কংগ্রেস সরকার। স্বাভাবিকভাবেই কঙ্গনার এমন পোস্টে সমালোচনার ঝড় ওঠে। তার মতো পাবলিক ফিগারের এমন পোস্ট করা শোভা পায় না বলে তীব্র আক্রমণ করেন অনেকেই। অনেকে আবার সরাসরি লেখেন, নাথুরাম গডসেকে সমর্থন করছেন? আপনার লজ্জা করা উচিত। অনেকে আবার কঙ্গনাকে মোদি সরকারের তোষামোদকারী হিসেবেও কটাক্ষ করেছেন।

Advertisement