ত্রিদেশীয় সিরিজ রাতে নিউজিল্যান্ড যাচ্ছেন টাইগাররা

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে রাতে ঢাকা ছাড়বে বাংলাদেশ ক্রিকেট দল। অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ হলেও টাইগারদের প্রথম গন্তব্য নিউজিল্যান্ড। সেখানে কিউই ও পাকিস্তানের বিপক্ষে একটি ত্রিদেশীয় সিরিজ খেলবে লাল-সবুজরা।শুক্রবার (৩০ সেপ্টেম্বর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাত ১১টা ৫৫ মিনিটে নিউজিল্যান্ডের বিমান ধরবে বাংলাদেশ ক্রিকেট দল। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিজেদের পরখ করে নেওয়ার শেষ ‍সুযোগ টাইগারদের।সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর নতুনত্বের ছোঁয়া পড়েছে বাংলাদেশ দলে। আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে তামিম-মুশফিকের অবসর, অধিনায়ক ও কোচিং স্টাফ পরিবর্তন। মাঠেও পার করছে কঠিন সময়।এশিয়া কাপের গ্রুপপর্ব থেকে বিদায় নেয় সাকিব আল হাসানের দল। তবে সংযুক্ত আরব আমিরাতকে ধবলধোলাই করে কিছুটা আত্মবিশ্বাস ফিরে পেয়েছে বাংলাদেশ। নিউজিল্যান্ডে পৌঁছানোর পর ৪ অক্টোবর থেকে অনুশীলন শুরু করবেন সাকিব-মুস্তাফিজরা।ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) শেষে ২ অক্টোবর নিউজিল্যান্ডে সরাসরি দলের সঙ্গে যোগ দেবেন দলপতি সাকিব আল হাসান। ত্রিদেশীয় সিরিজে নিজেদের প্রথম ম্যাচে ৭ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে লড়বে বাংলাদেশ।

Advertisement