দাবির মুখে পদত্যাগ করলেন কপিল

ব্রিট বাংলা ডেস্ক :: ভারতীয় ক্রিকেটে নতুন বিতর্কের নাম ‘কনফ্লিক্ট অব ইন্টারেস্ট’ বা স্বার্থজনিত সংঘাত। সর্বশেষ ক্রিকেট উপদেষ্টা কমিটি পদত্যাগ করেছে এ কারণেই। নতুন করে দায়িত্ব পাওয়া কমিটির প্রধান কপিল দেবও পদত্যাগ করলেন একই অভিযোগের পর। কপিল দেবের ঘটনাটি ঘটেছে কিছুটা দেরিতে। একই কমিটি থেকে অবশ্য এক দিন আগে পদত্যাগ করেছেন আরেক সদস্য শান্তা রাঙ্গাস্বামী। কাপিল দেব অবশ্য পদত্যাগের কারণ খোলাসা করে বলেননি। কিন্তু এর আগে তার বিরুদ্ধে কনফ্লিক্ট অব ইন্টারেস্টের অভিযোগটি আসায় পদত্যাগের কারণ হিসেবে ধরা হচ্ছে বিষয়টিকে। আগের কমিটি থেকে সৌরভ গাঙ্গুলী, ভিভিএস লক্ষ্মণ ও শচীন টেন্ডুলকার পদত্যাগ করলে অ্যাডহক ভিত্তিতে জুলাইয়ে কমিটিতে নিয়োগ পান কপিল দেবসহ আরও দুই জন।

এই কমিটিই পরে নতুন করে বাছাই করে হেড কোচ রবি শাস্ত্রীকে। সম্প্রতি কমিটির তিন জনের বিরুদ্ধে স্বার্থজনিত সংঘাতের অভিযোগ তুলেছেন মধ্যপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের আজীবন সদস্য সঞ্জীব গুপ্তা। তাদের বিরুদ্ধে অভিযোগ একই সঙ্গে অনেক ক্রিকেটীয় ভূমিকা পালন করছেন তারা। বিসিসিআইয়ের স্বার্থের বিরুদ্ধে যায় বলে অভিযোগটি তোলেন সঞ্জীব। তিনি জানান, কপিল দেব একই সঙ্গে ধারাভাষ্যকার, একটি ফ্লাডলাইট কোম্পানির মালিক আবার একই সঙ্গে ভারতীয় ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনেরও সদস্য।

Advertisement