দিনাজপুরে নাশকতা করার প্রস্তুতিকালে জামায়াত-শিবিরের ৯ নেতাকর্মী গ্রেফতার

জেলায় নাশকতামূলক কার্যক্রম করার প্রস্তুতিকালে পুলিশ অভিযান চালিয়ে শহরে পলিটেকনিক ইনস্টিটিউট মোড় থেকে জামায়াত-শিবিরের ৯ নেতাকর্মীকে গ্রেফতার করেছে। এ ঘটনায় কোতয়ালী থানায় বিশেষ ক্ষমতায় আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।দিনাজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জিন্নাতির আল-মামুন জানান, আজ রোববার দুপুর আড়াই টায় দিনাজপুর শহরে পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে থেকে নাশকতার প্রস্তুতিকালে পুলিশ তাদের গ্রেফতার করতে সক্ষম হয়।তিনি জানান, গ্রেফতারকৃতরা হলেন- দিনাজপুর জেলা জামায়াতের আমির আনিসুর রহমান (৬৩), ফুলবাড়ী উপজেলার ৭ নম্বর ইউনিয়নের আমির আবু তাহের (৬২), ফুলবাড়ী উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও দিনাজপুর দক্ষিণের সাবেক সদস্য মঞ্জুরুল কাদের (৫৪), পার্বতীপুর উপজেলার বাবুপাড়া রেলওয়ে কলোনির বাসিন্দা জামায়াত নেতা রফিকুুল ইসলাম (৪৩), একই উপজেলার মহরপুর গ্রামের শিবির নেতা নাঈম বিল্লাহ (২৪), সাব্বিরুল আলম (২৭), মেহেদুল হক (৩০), পার্বতীপুর উপজেলার আমবাড়ী ইউনিয়ন শিবিরের সাংগঠনিক সম্পাদক আবুল বাশার (৫০) ও দিনাজপুর শহরের রামনগর জামাইপাড়ার বাসিন্দা জেলা জামায়াতের সদস্য জাহিদুল ইসলাম (৫৫)। এ সময় ঘটনাস্থল থেকে ২০-২৫ জন জামায়াত- শিবির ক্যাডেরা লাঠিশোটা নিয়ে দৌঁড় দিয়ে পালিয়ে যায়।দিনাজপুর কোতোয়ালি থানার অফিসার্স ইনচার্জ (ওসি) তানভিরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে অভিযান চালিয়ে ৯ জামায়াত-শিবির ক্যাডারদের গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদেরকাছ থেকে লোহার রড, লাঠি, জিহাদি বই ও লিফলেট উদ্ধার করা হয়।তিনি বলেন, অরাজকতা সৃষ্টি করতে জেলার বিভিন্ন স্থান থেকে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা দিনাজপুর শহরে একত্রিত হয়েছিল। বিষয়টি পুলিশ সুপার শাহ ইফতেখার আহম্মেদের নির্দেশে ঘটনাস্থলে অভিযান চালিয়ে ৯ জামায়াত-শিবির ক্যাডারদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে ইতিপূর্বে একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় কোতয়ালী থানার একজন কর্মকর্তা বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের প্রস্তুতি চলছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী তাদের সহযোগীদের গ্রেফতারে জন্য পুলিশের একাধিক টিম শহরে রয়েছে।

Advertisement