দীর্ঘ বিরতির পর বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান

আগামী ১৭ অক্টোবর মধ্যপ্রাচ্যের দুই দেশে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসর। যার ইতি ঘটবে মধ্য নভেম্বরে। এরপরই তিন ফরম্যাটের একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান।আজ মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন। তিনি জানান, পাকিস্তান দলের বাংলাদেশ সফর চূড়ান্ত করার জন্য কাজ করছে দুই দেশের ক্রিকেট পরিচালনা বিভাগ।সর্বশেষ ২০১৫ সালে বাংলাদেশ সফর করেছিল পাকিস্তান জাতীয় দল। এরপর বাংলাদেশ দল পাকিস্তান সফরে না যাওয়ার ইস্যুকে কেন্দ্র করে একাধিকবার বেঁকে বসেছিল পিসিবি। যদিও পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট পুরোদমে ফেরানোর পথে বড় ভূমিকা ছিল ২০২০ সালে বাংলাদেশ দলের পাকিস্তান সফরটাই।সেই সুবাদে এবার বাংলাদেশে এসে তিন ফরম্যাটেই খেলবে পাকিস্তান। বিসিবির প্রধান নির্বাহী বলেন, ‘পাকিস্তান সিরিজ বিশ্বকাপের পরপরই। এ ব্যাপারে ক্রিকেট অপারেশন্স বিভাগ পাকিস্তান বোর্ডের সঙ্গে যোগাযোগ করছে। সব ফরম্যাটেই খেলা থাকবে, তবে ওয়ানডে ও টেস্ট ম্যাচ বেশি থাকবে।’

এদিকে জানা গেছে, শুধু পাকিস্তান সফর নয়, বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগ কাজ করছে আসন্ন নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা সফর নিয়েও। নিজামউদ্দিন চৌধুরী জানান, ‘দক্ষিণ আফ্রিকা বোর্ডের সঙ্গেও ক্রিকেট অপারেশন্স বিভাগ যোগাযোগ করছে। পাকিস্তান সফরের পরপরই আমাদের নিউজিল্যান্ড সফর আছে। খুব ঠাসা সূচি। সেভাবেই ক্রিকেট অপারেশন্স বিভাগ বোর্ডগুলোর সঙ্গে যোগাযোগ করছে।সদ্য সমাপ্ত অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সিরিজের ক্ষেত্রে করোনাবিধির অনেক কড়াকড়ি আরোপ করেছিল দল দুটি। চলমান করোনার মধ্যে পাকিস্তান দলের কোভিড প্রটোকল কেমন হবে, এমন প্রশ্নের জবাবে প্রধান নির্বাহী বলেন, ‘আমরা যে স্ট্যান্ডার্ড বেঞ্চমার্ক ঠিক করেছি সেই অনুযায়ীই আমাদের প্রটোকল ও জৈব সুরক্ষা বলয় হবে। আমরা আমাদের গাইডলাইন সফরকারী দলকে অবহিত করব এবং সে অনুযায়ীই তা বাস্তবায়ন করব।এদিকে সবকিছু ঠিকঠাক থাকলে আগামী অক্টোবরেই হতে যাচ্ছে বিসিবির নির্বাচন। এ প্রসঙ্গে প্রধান নির্বাহী বলেন, ‘শিগগিরই আমাদের নির্বাচন কমিশন বৈঠকে বসবে। তবে আশা করছি, অক্টোবরের প্রথম সপ্তাহে একটা তারিখ নির্ধারণ করব। সেভাবেই কমিশন প্রস্তুতি নেবে।’

Advertisement