দু‘বছরে ৭শ বিদেশী খুনি ইউকেতে প্রবেশ করেছে

ব্রিটবাংলা ডেস্ক : রাজনৈতিক আশ্রয়ের সুবিধাকে কাজে লাগিয়ে ইউকেতে আশ্রিত বিদেশী খুনি, দাগী অপরাধীর সংখ্যা বেড়েই চলছে। শুধু ২০১৫ থেকে ২০১৬ সালেই ইউকেতে প্রায় ৭শ বিদেশী খুনি আশ্রয় নিয়েছেন বলে এক পরিসংখ্যানে জানা গেছে। খুনির পাশাপাশি ধর্ষক এবং শিশু নির্যাতনকারীও রয়েছেন এই দলে।

ফিড্রম অব ইনফরমেশন আইনের অধিনে দ্যা ক্রিমিনাল রেকর্ড অফিস তাদের কম্পিউটার রেকর্ড পরীক্ষিা-নীরিক্ষা করে এই পরিসংখ্যান প্রকাশ করেছে।

এসব অপরাধীদের মধ্যে ইস্টার্ন ইউরোপিয়ান নাগরিকই বেশি। ৭শ খুনি ছাড়াও ধর্ষণের অভিযোগে অভিযুক্ত ৭৪১ জন এবং শিশু যৌন হয়রানীর অভিযোগে অভিযুক্ত ৩৬২ জন অপরাধী রয়েছেন।

২০১৫-১৭ সালে শুধু রোমানিয়া থেকেই ৫১০ জন দাগী অপরাধী ইউকেতে প্রবেশ করেন। আর পোলান্ড থেকে এসেছেন ৩০১ জন এবং লিথোনিয়া থেকে ৯৮ জন দাগী অপরাধী ইউকেতে প্রবেশ করেন ওই সময়।

 

Advertisement