দৃক গ্যালারিতে তিন দিন ব্যাপী প্রদর্শিত হবে রোহিঙ্গাদের নিয়ে শিল্পকর্ম

ব্রিট বাংলা ডেস্ক ::  আগামী শুক্রবার থেকে রাজধানীর দৃক গ্যালারিতে প্রদর্শিত হবে রোহিঙ্গা সমস্যার ওপর করা বিভিন্ন শিল্পকর্ম। নির্মেঘ ফাউন্ডেশন এবং আর্ট ফর কজ-এর উদ্যোগে এ প্রদর্শনী চলবে সোমবার পর্যন্ত।

প্রদর্শনীতে থাকছে চিত্রশিল্প, দৃশ্যশিল্প, আলোকচিত্র ও গ্রাফিক ডিজাইন। এসব শিল্পকর্ম বিক্রির জন্য উন্মুক্ত থাকবে। বিক্রয়ের টাকা রোহিঙ্গাদের সহায়তায় ব্যয় করা হবে। প্রদর্শনীর শিরোনাম দেওয়া হয়েছে ‘রোহিঙ্গাদের না বলা গল্প’।

আজ বুধবার রাজধানীর সোবহানবাগে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) ৭১ মিলনায়তনে এক সংবাদ সম্মেলন হয়। এতে আয়োজক পক্ষ এসব তথ্য জানায়। ডিআইইউ এ প্রদর্শনীর পৃষ্ঠপোষকতা করছে।

শুক্রবার সন্ধ্যা ছয়টায় এ প্রদর্শনীর উদ্বোধন হবে। ওই দিন রাত ৯টা পর্যন্ত প্রদর্শনী চলবে। শনি ও রোববার প্রদর্শনী চলবে বিকেল তিনটা থেকে রাত ৯টা পর্যন্ত। মোট ৪০ জন শিক্ষার্থী চিত্রশিল্পীর ৫০ টির বেশি শিল্পকর্ম এতে প্রদর্শিত হবে বলে জানিয়েছে আয়োজক পক্ষ।

Advertisement