নজরুল ইসলাম বাসনের লন্ডনে মওলানা ভাসানী বই একুশের বই মেলায়

ব্রিটবাংলা রিপোৰ্ট:নজরুল ইসলাম বাসন এক সময় সিলেট অঞ্চলে রাজনীতি করেছেন ৷ বর্তমানে লন্ডন প্রবাসী৷

বিলেতের স্থাপ্তাহিক সুরমা পত্রিকার সম্পাদনার সাথে জড়িত ছিলেন ৷

লন্ডন বাংলা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সেক্রেটারী ৷তাহা ছাড়া টাওয়ার হ্যামলেটস কাউন্সিলে দুই দশক মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স অফিসার হিসাবে দায়িত্ব পালনের পর স্বেচ্ছায় অবসরে যান ৷

বর্তমানে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাথে জড়িত রয়েছেন।

তার সদ্য প্রকাশিত দি ব্যাটল অব সিলেট একুশে বইমেলা ফেব্রুয়ারী ২o১৮ পাওয়া যাচ্ছে ৷

লন্ডনে মওলানা ভাসানী তৎপরবর্তীতে লন্ডনের বাঙালিদের রাজনীতিও বাংলা মিডিয়ার উন্মেষ বইটিতে সন্নিবেশিত আছে ১৯৫৪ সালে যখন মওলানা ভাসানী লন্ডনে অবস্থান করছিলেন সেই সময়ে তাকে ঘিরে একটি অধ্যায় শেষ হয় ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের মাধ্যমে ৷

প্রকাশক মোঃ জাহিদুল হক চৌধুরী রাজীব চৈতন্য প্রকাশনী সংস্হা জিন্দাবাজার সিলেট থেকে প্রকাশিত ৷ নজরুল ইসলাম বাসনের প্রকাশিত অন্যান্য গ্রন্থ হলো শেকড়ের স্মৃতি, অলৌকিক রিপোর্টার,দি ব্যাটল অব সিলেট৷

Advertisement