নর্থাম্পটনে জমজমাঠ আয়োজনে এনবিএ মাল্টি কালচারাল সামার ফেয়ার অনুষ্ঠিত৷

এহসানুল ইসলাম চৌধুরী শামীম:বিপুল উৎসাহ ও উদ্দীপনা জমজমাঠ আয়োজনে ও বিপুল সংখ্যক কমিউনিটি নেতৃবৃন্দ, নারী-পুরুষ ও শিশু কিশোর সহ বিভিন্ন দেশের মাানুষের উপস্থিতিতে প্রতি বারের মত এবার ও নর্থাম্পটনে অনুষ্ঠিত হল এনবিএ মাল্টি কালচারাল সামার ফেয়ার ২০১৭।

নর্থাম্পটন বাংলাদেশী এসোসিয়েশন রোব বার ২৩ জুলাই এ সামার ফেয়ার আয়োজন করে।


নর্থাম্পটন বাংলাদেশী এসোসিয়েশনের চেয়ারম্যান আব্দুল লতিফ বললেন,সামার ফেয়ার সফল ভাবে শেষ করতে পেরে খুব খুশী আমরা। এধরনের আয়োজন বহু সংস্কৃতিতে নিজেদের ঐতিহ্য ও কৃষ্টি কে পরিচয় ঘঠাতে সহায়ক ।আগামীতে আরো বড় আকারের করবো ইনশাআল্লাহ।
সামার ফেয়ারে পোশাক,পিঠাপুলি,ফেইস পেইটিং,হেনা সহ বিভিন্ন ধরনের স্টল ছিল।


এছাড়া পারিবারিক পরিবেশে সময় কাটানো সহ শিশুদের জন্য ছিলো বাউন্সি ক্যাসল।
শিশু কিশোর সহ নানান বয়সীদের জন্য আয়োজন করা হয় নানা ধরনের খেলাধুলা।ছিলো সুমু রেসলিং।
এবারের সামার ফেয়ারে মুল আকর্ষন ছিল ব্রিটেনের জনপ্রিয় সংগীত শিল্পী হাসি রানী,রুবায়েত জাহান ও অমিত।তাদের গান দর্শকদের আনন্দ দিয়েছে।
সব মিলিয়ে এনবিএ মাল্টি কালচারাল সামার ফেয়ার ছিল সত্যি উপভোগ করার মত।



ACB#17

Advertisement