নর্থাম্পটনে মহান বিজয় দিবস পালিত

এহসানুল ইসলাম চৌধুরী শামীম:বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশের ৪৭ তম মহান বিজয় দিবস পালন করেছে নর্থাম্পটন বাংলাদেশী এসোসিয়েশনও বাংলা স্কুল।

এ উপলক্ষে প্রতি বছর বাংলাদেশ এবং প্রবাসে বাঙ্গালীরা দিবসটি যথাযথ ভাবগাম্ভীর্য এবং বিপুল উৎসাহ-উদ্দীপনার সাথে পালন করে।
রবি বার স্হানীয়এনবিএ হল রুমে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
বিজয় দিবসের আলোচনা সভা,কবিতা পাঠ ও খেলাধুলার আয়োজন করা হয়।
এনবিএ চেয়ারম্যান হাবিবুর রহমানের সভাপতিত্বে ও হাসনা হক ও সালমা চৌধরীর যৌথ পরিচালনায়

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থাম্পটন বারাহ কাউন্সিলের মেয়র টনি আনসেল।
আলোচনায় অংশ নেন এনবিএ সেক্রেটারী ফয়জুর রহমান, ট্রাস্টি আবদুর নুর রউফ,আবদুল লতিফ সহ আরো অনেকেই।এনবিএ সেক্রেটারী ফয়জুর রহমান বলেন, এদেশে বেড়ে ওঠা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে বাংলাদেশের মহান স্বাধীনতার গৌরবজ্জল ইতিহাস সম্পর্কে অবহিত করার জন্যই প্রতিবছর এ আয়োজন করা হয়ে থাকে। পরে বাঙ্গালীর মুক্তি সংগ্রামের ইতিহাস সম্বলিত তথ্যচিত্র প্রদর্শনী করা হয়।
অনুষ্ঠানে বিপুল সংখ্যক বাঙালি, কমিউনিটি ব্যক্তিত্ব, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।

Advertisement