নর্থ ইংল্যান্ড বাংলাদেশী টিভি জার্নালিষ্ট এসোসিয়েশন

সংবাদ কর্মীরা নিজেদের শিক্ষা কে কাজে লাগাতে পারে- সৈয়দ নাহাস পাশা

আহাদ চৌধুরী বাবু:নর্থ ইংল্যান্ড বাংলাদেশী টিভি জার্নালিষ্ট এসোসিয়েশনের উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে৷

৩ ডিসেম্বর রবিবার মানচেষ্টারের হাইড বাংলাদেশ ওয়েল ফেয়ার এসোসিয়েশনের হল রুমে অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমনওয়েলথ জার্নালিষ্ট এসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট ও লন্ডন বাংলা প্রেসক্লাবের প্রেসিডেণ্ট সাংবাদিক সৈয়দ  নাহাসপাশা ৷
সংগঠনের সভাপতি সৈয়দ ছাদেক আহমদের
সভাপতিত্বে ও সেক্রেটারী গাউসুল ইমাম চৌধুরী সুজনের সঞ্চালনায় অনুষ্টিত,উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি
লন্ডন বাংলা প্রেসক্লাবের প্রেসিডেন্ট সৈয়দ নাহাস পাশা বলেন,প্রশিক্ষন এবং জানার মধ্য দিয়ে সংবাদিক বা সংবাদ কর্মীরা নিজেদের বর্তমান প্রযুক্তির সাথে মানিয়ে নিয়ে কমিউনিটির মানুষের কল্যানে নিজেদের অর্জিত জ্ঞান ও শিক্ষা কে কাজে লাগাতে পারে৷

তিনি বলেন প্রতিযোগীতার এই সময়ে তথ্য প্রযুক্তির আধুনিকতার সাথে সংবাদে সংবাদ পত্ৰ এবং গনমাধ্যম কর্মীদের নিকট মানুষের প্রত্যাশা অনেক,কিন্তু আমাদের সিমাবদ্ধতার মধ্য দিয়ে হলেও কাজের প্রতি দায়িত্বশীল হয়ে কাজ করতে হবে ৷

তিনি বলেন ব্রিটেনের সাংবাদিক ও মিডিয়া কর্মীদের মধ্যে সেতুবন্ধন গঠনে কাজ করে যাচ্ছে লন্ডন বাংলা প্রেসক্লাব। কর্মশালায় প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন বিবিসির সাবেক সাংবাদিক লন্ডন বাংলা প্রেসক্লাবের সাবেক সেক্রেটারী আব্দুস সাত্তার,

আইঅন টিভির হেড অফ নিউজ বুলবুল হাসান,ও ইকরা টিভির প্রডিউজার সুভাস দাস।

অনুষ্টানে আমন্ন্রিত হিসেবে উপস্থিত ছিলেন লন্ডন
বাংলা প্রেস ক্লাব থেকে উপস্থিত ছিলেন এসিস্ট্রেন সেক্রেটারী মোহাম্মাদ সুবহান,আইটি
সেক্রেটারী সালেহ আহমদ,ইভেন্ট সেক্রেটারী তৌহিদ আহমদ, এক্সিকিউটিভ মেম্বার
ইমরান আহমদ, ব্রিট বাংলার নির্বাহী সম্পাদক আহাদ চৌধুরী বাবু।

নর্থ ইংল্যান্ড
বাংলাদেশী টিভি জার্নালিষ্টস এসোসিয়েশন এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান মিজান, হাইড ওয়েফেয়ারের চেয়ার নাসের খাঁন সুয়েব,মো:আব্দুল মছব্বির,অধ্যাপক নুরুজ্জামান মনি,মো: ইকবাল সমুজ,দেওয়ানুর
রহমান,আবু সাইদ চৌধুরী সাদি,মো: কলন্দর তালুকদার,মুকিত চৌধুরী সিতু,শাহ
সোহেল আহমদ,সৈয়দ ফয়সল,মাসুক মারুফ,বদরুল আহমদ,মাহবুবুল ইসলাম
মাহী,ফোরকানোর রহমান চৌধুরী সাগর,মাহবুবুর রহমান মামুন প্রমুখ । কর্মশালায় সংবাদ সংবাদ সংশ্লিষ্ট বিষয় প্রিন্ট ইলেকট্রনিক এবং সোসিয়্যাল মাধ্যমের বিভিন্ন বিষয় ভিত্তিক আলোচনা রির্পোটিং নিয়ে কর্মশালায় বক্তব্যে সাংবাদিক বুলবুল হাসান বলেন প্রিন্ট মিডিয়ার পরিপূর্ণতা পাওয়া যায় ৷ এটি হলো শেখার মূল জায়গা ৷ ভাষার ব্যবহার পত্রিকা থেকে জানা যায় ৷ একজন সংবাদ কর্মী হিসেবে সবচেয়ে বড় বিষয় হলো দায়িত্বশীল হাতে হবে৷ সংবাদ কর্মী হিসাবে কমিউনিটির নিউজ এবং সমস্যা যাতনা এবং কল্যানের বিষয়টি প্রথমেই প্রাধান্য থাকতে হবে ৷ তিনি বলেন তথ্য প্রযুক্তির উন্নতির সাথে সাথে নতুনত্ব বিষয় বস্তুর উপস্থাপনা এবং আধুনিকতার দিক দিয়ে “আমাদের টিভি গুলো অনেক পিছিয়ে৷

সংবাদ এবং গনমাধ্যমের কর্মীদের স্ক্রিপ্ট ডেস্ক রির্পোটের ক্ষেত্রে মনোযোগীর পাশাপাশি একজন রিপোর্টার কে স্মার্ট এবং উচ্চারন ও উপস্থাপনায় অবিনত্ব দিয়ে আকৰ্ষন করতে হবে৷ প্রবীণ সাংবাদিক আব্দুস সাত্তার ট্রেনিং প্রদান কালে বলেন টেলিভিশনের আবেদন থাকবেই ৷ সংবাদ মাধ্যমের ব্যাপক পরিবর্তন ঘটেছে ৷ রাজনীতি চলমান পরিবর্তন নিয়ে নিউজ করতে হবে৷ ভালো কিছু দিতে জানতে হবে এবং পড়তে হবে৷ তবে সবচেয়ে বড়ো বিষয় সঠিক তথ্য এবং সত্যকে উপস্থাপন করতে হবে৷

ভিডিও ও ক্যামেরা বিষয় আধুনিক সময়ের পরিবর্তন এবং অন্যান্য জরুরী বিষয়ে প্রশিক্ষন প্রদান কালে সু ভাষ দাস বলেন ক্যামেরা পার্সন কে প্রথমে এটা আমলে নিতে হবে এটি আমার প্রোডাকশন ৷

 

নিজের বুদ্ধীমত্বা দিয়ে ক্যামেরা ও আলোর সাথে খেলতে হবে ৷ তিনি ক্যামেরার সাহায্যে বিভিন্ন জটিল বিষয় গুলো উপস্থাপন করেন ৷

কর্মশালা শেষে অংশ গ্রহন কারীর হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হয়। এ ছাড়া মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয় ৷

ছবি:কৃতজ্ঞতা,মাহীমাসুম 

Advertisement