নিউজিল্যান্ডে শেষটাও রাঙালো সিরিজজয়ী বাংলাদেশ

ব্রিট বাংলা ডেস্ক :: নিউজিল্যান্ডে টানা তিন ওয়ানডে জিতে টাইগার যুবারা সিরিজ নিশ্চিত করেছিল আগেই। চতুর্থ ম্যাচে হেরে কিউইদের হোয়াইটওয়াশ করার সুযোগ হাতছাড়া হয়। তবে জয় দিয়েই সিরিজের শেষটা রাঙালো যুবারা। রোববার সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলকে ৭৩ রানে হারায় আকবর আলীর দল। লিংকনে বার্ট সাটক্লিফ ওভাল মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে আগে ব্যাটিং শেষে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সংগ্রহ পৌঁছে ৩১৬/৮-এ। জবাবে ৪৩.৪ ওভারে ২৪৩ রানে অলআউট হয়ে যায় নিউজিল্যান্ডের যুবারা। এতে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ ৪-১ ব্যবধানে জিতল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। লিংকনে ব্যাট হাতে সর্বোচ্চ ৭১ রানের ইনিংস খেলেন ওপেনার তানজিদ হাসান।

সমান ৪৮ রনের ইনিংস খেলেন শাহাদাত হোসেন অভিষেক দাস ও ওপেনার পারভেজ হোসেন ইমন। ৯ নম্বরে ব্যাট হাতে অভিষেক ৪৮ রান করেন ৩৬ বলে। পরে বল হাতে কিউইদের ধসিয়ে দেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। ৮.৪ ওভারের স্পেলে ৪৩ রানে পাঁচ উইকেট নেন বাংলাদেশের এ তরুণ পেসার।

Advertisement