নিউহ্যামে লেবারের মেয়র প্রার্থী : ঝুলে গেল স্যার রবিনের ভাগ্য : Next mayor of Newham will be chosen by an open selection

ব্রিটবাংলা ডেস্ক : পেইড সদস্যরা সরাসরি ভোটে আগামী মেয়র নির্বাচনের জন্যে নিউহ্যাম লেবার পার্টি মেয়র প্রার্থী চুড়ান্ত করবেন। তার আগে দল থেকে প্রার্থীদের শর্ট লিস্ট সিলেক্ট করা হবে। বর্তমান মেয়র স্যার রবিন ওয়েলস অটোমেটিক সিলেক্ট হবেন । আগামী মে মাসের মেয়র নির্বাচনের প্রার্থী চুড়ান্ত করার লক্ষ্যে দ্বিতীয় দফায় অনুষ্ঠিত ট্রিগার ব্যালটে সিলেক্ট প্রসেসের পক্ষে রায় এসেছে। গত এক সপ্তাহ ট্রিগার ব্যালটে ভোট গ্রহন শেষে সোমবার এই ঘোষনা দিয়েছে লেবার পার্টি।

উল্লেখ্য ২০১৬ সালের অক্টোবরে প্রথম দফায় ট্রিগার ব্যালট অনুষ্ঠিত হয়েছিল। তাতে ২০ ওয়ার্ডের মধ্যে ১১টি ওয়ার্ড সিলেক্ট প্রসেসের পক্ষে ভোট দেয়। বাকী ৯ ওয়ার্ড এবং এফিলিয়েট সদস্যগুলো বর্তমান মেয়র স্যার রবিনকে সরাসরি প্রার্থী হবার পক্ষে ভোট দেয়। ৯টি ওয়ার্ডসহ ১৭টি ভোট পড়ে তার পক্ষে। তবে এফিলিয়েট ভোট নিয়ে আপত্তি উঠে। এই ফলাফলকে চ্যালেন্জ করে লেবারের এক্সিকিউটিভ কমিটিতে অভিযোগের পর কোন সন্তোষজনক জবাব না পেয়ে হাইকোর্টে যাবার প্রস্তুতি নেন সিলেক্ট প্রসেসের পক্ষের স্থানীয় সেবার এক্টিভিস্টরা। পরবর্তীতে লেবার লন্ডন রিজিয়নের হস্তক্ষেপে প্রথম দফার ট্রিগার ব্যালটের ফলাফল বাতিলের পক্ষে আসেন স্যার রবিন এবং অবশেষে দ্বিতীয় দফায় ট্রিগার ব্যালট হয়।

এদিকে বর্তমান মেয়র স্যার রবিন ওয়েলসকে চ্যালেন্জ করে লেবার দলের মনোনয়ন প্রত্যাশা করেছেন কাউন্সিলর রোকসানা ফাইয়াজ।

দু সপ্তাহ আগে তিনি এই ঘোষণা দিলেও সোমবারের ফলাফল প্রকাশের পর পুনরায় তিনি প্রার্থী হবার ইচ্ছার কথা ব্যক্ত করেছেন। তিনি কাস্টম হাউসের কাউন্সিলর। আরো দু’এক জন কাউন্সিলর প্রার্থী হবার কথা ভাবছেন। এরমধ্যে একজন বাঙালী কাউন্সিলরও রয়েছেন। মেয়রের বর্তমান কেবিনেট সদস্য হানিফ আব্দুল্লাহর নাম আছে লোকমুখে। যদিও তার পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোন ঘোষণা আসেনি।

ওদিকে সিলেকশন প্রসেস এবং সরাসরি ভোটে স্যার রবিন ওয়েলস প্রার্থীতা নিশ্চিত করতে ব্যর্থ হলে প্রায় বিশ বছর পর নিউহ্যাম লেবার পার্টির লিডারশীপে পরিবর্তন আসবে। স্যার রবিন ২০০২ সালে ইংল্যান্ডের মধ্য প্রথম সরাসরি ভোটে মেয়র নির্বাচিত হয়েছিলেন। স্যার রবিন ১৯৮২ সালে প্রথম নিউহ্যামের কাউন্সিলর নির্বাচিত হন। ১৯৯২ থেকে ৯৫ সাল পর্যন্ত তিনি ছিলেন কাউন্সিল লিডার। ২০০২ সালের রেফারেন্ডামে মেয়রাল সিস্টেম চালু হওয়ার পর তিনি মেয়র প্রার্থী হিসেবে সিলেক্ট হন। এরপর ২০০৬, ২০১০ এবং ২০১৪ সালে তিনি ট্রিগার ব্যালটের মাধ্যমে প্রার্থীতা নিশ্চিত করে মেয়র নির্বাচিত হয়েছেন। আগামি নির্বাচনে প্রার্থীতা নিশ্চিত করতে পারলে ইংলিশ ইতিহাসে নতুন অধ্যায় হবে ৬৩ বছর বয়সী স্যার রবিন ওয়েলেসের নামে।

 

 

Next mayor of Newham will be chosen by an open selection

There will be an open selection to choose Newham’s next mayor, it has been announced today.

In a second trigger ballot by East Ham and West Ham Labour party affiliates, voters opted against the incumbent mayor, Sir Robin Wales, automatically becoming the candidate for May’s elections.

In December 2016, an initial trigger ballot ran to decide whether Sir Robin would be put forward automatically, or whether there would be an open selection process, giving others the chance to run.

Sir Robin won with 20 votes to 17 thanks to most affiliates backing him – but 11 out of 20 Labour electoral wards called for the involvement of other candidates.

After legal action was launched, he called for the result to be scrapped.

The vote was re-run and it was announced on Monday morning that this time round, voters had opted for an open selection process.

Councillor Julianne Marriott, Labour Party campaigner, said: “It was inevitable that there would be an open selection in Newham.

The Labour Party confirmed the result of the vote via Twitter and in an email to members.

Two weeks ago, Custom House councillor Rokhsana Fiaz announced her intention to challenge for mayor. She reinstated this after the results of the second vote on Monday.

She said: “Two weeks ago, I announced I would stand to become Labour candidate’s for Mayor of Newham in an open selection.

The election for the mayor of Newham, along with ward councillors, is set to take place on Thursday, May 3.

It is understood two other councillors may be considering challenging Sir Robin for the mayoralty.

He served first as a councillor from 1982 to 1986 and then from 1992 to 1995, when he became leader of the council.

After a local referendum in 2002 he became the first directly elected Labour mayor in England. He was re-elected in 2006 and 2010. In May 2014 he won his fourth term in office.

Advertisement