নিজের খেয়ে বনের মোষ তাড়ানো

মুক্তকথা-

আহাদ চৌধুরীবাবু: বিলেত প্রবাসী জনগোষ্ঠির কথা তাদের লড়াই সংগ্রামের বিরত্বপূর্ণ ইতিহাস নিয়ে রচিত হয়েছে বই, ফিল্ম,ডকুমেন্টারী আর হওয়ারই কথা ভিন্ন সংস্কৃতিতে বহু জাতিক সমাজে নিজেদের অবস্থান করেছে শ্রম ত্যাগ আর সম্মেলিত ভাবে ৷ বর্ণবাদ কে পরাজিত করে ৷

কিন্তু আজকের প্রেক্ষাপট সম্পূর্ন ভিন্ন ভাবে এগিয়ে যাচ্ছে ৷ বিলেতে প্রায় প্রতিদিন কোন না কোন ব্যক্তি,প্রতিষ্ঠান বা সংগঠনের সভা সমাবেশ সেমিনার দল বা নেতার জন্ম বার্ষিকী বড় বড় কেক কাটা নতুন সংগঠনের জন্ম হচ্ছে ৷ তৃতীয় বাংলা খ্যাত বিলেতের সামাজিক অবস্থান কে সমৃদ্ধ করতে এই সব কর্মসূচী কতোটুকু উপকারে আসে তা বোধগম্য নয় ৷

তবে এলাকা ভিত্তিক কিছু কিছু সংগঠন যে ভালো কাজ করছেনা তা কিন্তু নয় ৷

প্রায় প্রতিটি অনুষ্টান জাঁকজমক পূর্ণ ভাবে পালিত হয় বিপুল মানুষের অংশ গ্রহন হয়,কিন্তু বর্তমান সময়ে যে দৃষ্টিকটু বিষয়টি কমিনিউটিতে দেখা যায় এবং আয়োজকদের বিড়ম্বনায় পড়তে হয় ৷

দেখা যায় অনেকেই বিনা দাওয়াতে সেজে গুঁজে হাজির হন৷এমনকি অনেকে রিজাৰ্ব সাইন থাকা স্বত্বেও বসে পড়েন ৷

অনেক সময় খাবার পর্যন্ত সর্ট হয়। কিন্তু কথা হলো দলবাজী কোন্দল প্রবাসে সম্প্রীতির বন্ধনকে প্রশ্নবিদ্ধ করে প্রায় সময়ে পুলিশী হস্তক্ষেপ লক্ষ্য করা যায় ৷

একেকটি সংগঠনের নির্বাচন কে কেন্দ্র করে যে উত্তেজনা বা বিশ্রী কান্ড বহুজাতিক সমাজে দেশের সুনাম নষ্ট হয় ৷ ক্ষমতা বা চেয়ার রক্ষার লড়াইয়ে আদালত পর্যন্ত যেতে হচ্ছে ৷

এ ক্ষেত্ৰে ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদ সব চেয়ে অগ্রগামী ৷ প্রবাসে দেশীয় রাজনীতি বন্ধের দাবী দির্ঘদিনের এটির অবস্থা আরাে বিশ্রি পর্যায়ের ৷

আমরা একমাত্র জাতি প্রবাসে দেশীয় রাজনীতির চর্চা করি৷ এক্ষেত্ৰে অৰ্জন কি আজ পর্যন্ত বুঝা যায়নি ৷

যদিও এই রাজনীতি ফটো বাজদের সাময়িক আনন্দ দেয় কিন্তু প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট বা ভোটের অধিকার ন্যূনতম মর্যাদা দেয়নি দল গুলো ৷

অথচ একটি বাংলাদেশ প্রতিষ্ঠা, এমন কি রিজার্ব বৃদ্ধিতে প্রবাসী জনগোষ্ঠির ত্যাগ ও শ্রম রয়েছে।

বিগত কয়েক দশক এর কমিউনিটির সমৃদ্ধের ইতিহাস পর্যালোচনা করলে “আমাদের মুরুব্বীদের নিঃস্বার্থ ত্যাগ ও শ্রম ব্যতিত অৰ্জন আজকের প্রচলিত ধারার রাজনীতি সামাজিক দায়বদ্ধতা প্রবাসে একটি উন্নত কমিউনিটি গঠনে কাতোটুকু ভুমিকা রাখছে ?

তেলবাজ,দলবাজ অস্য চিন্তার মানুষ গুলো সমাজ ও পরিবার গুলোতে হিংসার জন্ম দেয়এবং তা দেশে বিদেশে সংক্রমিত হচ্ছে৷

মুলধারার রাজনীতিতে সংপৃক্ত না হয়ে নিজেদের প্রজ্ঞা বা মেধা কে কাজে না লাগিয়ে এথনিক মাইনোরিটির ভিলেজ পলিট্রিক্স করে নিজেদের মধ্যে কামড়া কামড়িতে ব্যস্থ ৷ আর তাতে নতুন প্রজন্ম উৎসাহ নেই বা অংশ গ্রহন নেই রাজনীতিতে ৷

কমিউনিটি আজ বিশ্বাস ও ভরসার জায়গা পায়না ৷মরহুম আইয়ূব আলী মাষ্টার তাসাদ্দুক আহমদ ফখর উদ্দিন সাহেবদের মতন বাতিঘর আজ আর নেই৷

সামাজিক অস্থিরতা নিজেকে প্রতিষ্ঠার সহজ পথের মিছিল বাড়ছে৷

পূর্ব পুরুষের দেখানো পথ আজ বড়ো সেকেলে৷

আমি এবং আমিত্ব শব্দের নিজের ঢোলের বাদ্য চারিদিকে৷ আমরা নষ্ট সময়কে স্বাগত জানাই জামাই আদরে প্রতিদিন৷

আর এভাবেই চলছে বিলেত ৷

Advertisement