নিষেধাজ্ঞার ঝুঁকিতে বিরাট কোহলি

ব্রিট বাংলা ডেস্ক :: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের শেষ টি ২০-তে প্রতিপক্ষের বিউরান হেনড্রিকসকে ধাক্কা দিয়ে একটি ‘ডিমেরিট পয়েন্ট’ পেয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। আগেই নামের পাশে দুটি ‘ডিমেরিট পয়েন্ট’ থাকা কোহলি ১৫ জানুয়ারির মধ্যে আরেকটি ‘ডিমেরিট পয়েন্ট’ পেলে নিষেধাজ্ঞায় পড়বেন।

রোববার ভারতের ইনিংসের পঞ্চম ওভারের চতুর্থ বলে রান নেয়ার সময় বোলার হেনড্রিকসকে কাঁধ দিয়ে হালকা ধাক্কা দেন কোহলি, যা খেলোয়াড়দের আচরণবিধির পরিপন্থী। এজন্য তাকে একটি ‘ডিমেরিট পয়েন্ট’ দেয়ার পাশাপাশি আনুষ্ঠানিকভাবে সতর্ক করে দেয়া হয়েছে বলে সোমবার এক বিবৃতিতে জানায় আইসিসি।

ম্যাচ রেফারি রিচি রিচার্ডসনের দেয়া শাস্তি কোহলি মেনে নেয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি। আইসিসির আচরণবিধি অনুযায়ী, দু’বছর সময়ের মধ্যে কোনো ক্রিকেটার চারটি ডিমেরিট পয়েন্ট পেলে একটি টেস্ট, দুটি ওয়ানডে বা দুটি টি ২০-এর যেটি আগে আসে, সেটিতে নিষিদ্ধ থাকবেন।

Advertisement