নিষেধাজ্ঞা প্রত্যাহার, আইসিসির সদস্যপদ ফিরে পেল জিম্বাবুয়ে

ব্রিট বাংলা ডেস্ক :: আইসিসির সদস্যপদ ফিরে পেল জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড। সোমবার দুবাইয়ে অনুষ্ঠিত আইসিসি বোর্ড মিটিংয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইসঙ্গে আইসিসির সদস্যপদ ফিরে পেল নেপালও।

জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডে রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগে জুলাই মাসে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের সদস্যপদ স্থগিত করে আইসিসি। দেশের ক্রিকেট বোর্ডের ওপর সে দেশের সরকার হস্তক্ষেপ করায় এই সিদ্ধান্ত নেয় আইসিসি।

সোমবার দুবাইয়ে আইসিসি চেয়ারম্যান শশাঙ্ক মনোহরের সঙ্গে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান এবং সে দেশের ক্রীড়ামন্ত্রীর সঙ্গে বৈঠকের পরেই জিম্বাবুয়েকে সদস্যপদ ফিরিয়ে দেওয়া হয়। আইসিসির শর্তগুলি মেনে নেওয়ায় এবং জিম্বাবুয়ে ক্রিকেটকে ঢেলে সাজানোর প্রতিশ্রুতি মিলতেই এই পদক্ষেপ আইসিসির।

এমনকি জিম্বাবুয়ে ক্রিকেটকে জনপ্রিয় করতে আইসিসি যে সচেষ্ট থাকবে সে বিষয়েও নিশ্চয়তা মিলেছে।

Advertisement