পর্তুগালের ভিসা এখন ঢাকা থেকেই, সহজ হবে প্রক্রিয়া

পর্তুগালে বর্তমানে বসবাস করছেন ১০ হাজার বাংলাদেশি। এর সংখ্যাটি ক্রমেই বেড়ে চলছে। তবে এই অধিবাসীদের মধ্যে অনেকেই বিভিন্ন সমস্যায় আছেন। তাদের সেই সমস্যার সমাধানে ওই দেশের সরকার কাজ করছে বলেও জানান পর্তুগালের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফ্রান্সিসকো আনদ্রে।কনস্যুলেট অফিস খুলে ঢাকা থেকেই এখন পর্তুগালগামীদের ভিসা দেবে লিসবন। তাদের দেশে আরও বেশিসংখ্যক বাংলাদেশি কর্মী নেয়ার পাশাপাশি ভিসা প্রক্রিয়া সহজ করতেও রাজি হয়েছে দেশটি।ঢাকা সফরে আসা পর্তুগালের পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্রাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) আয়োজিত এক মতবিনিময়ে বক্তব্যে এই সব কথা জানান। আয়োজনের বিষয় ছিল ‘বাংলাদেশ-পর্তুগাল রিলেশন্স: কোয়েস্ট ফর ডিপার বাইলেটারাল কো-অপারেশন।’পর্তুগিজ প্রতিমন্ত্রী বলেন, ‘পর্তুগালের শ্রমবাজার সারা বিশ্বের জন্য উন্মুক্ত। বাংলাদেশি শ্রমিকরা যাতে সেই বাজারে সহজে প্রবেশ করতে পারে, সে জন্য ভিসা প্রক্রিয়া আরও সহজ করাসহ সব ধরনের উদ্যোগ নেবে লিসবন।কনস্যুলেট অফিস খুললে বাংলাদেশ থেকে আরও বেশি শ্রমিক নেয়ার মতো পরিস্থিতি তৈরি হবে বলেও মনে করেন তিনি। জানান, কৃষি খাত ও তথ্যপ্রযুক্তি খাতে জনবলের বহু চাহিদা রয়েছে। বাংলাদেশ তার দেশের বিনিয়োগকারীদের জন্য আকর্ষণীয় বলেও জানান তিনি।

Advertisement