পুরোপুরি বাতিল না করে পিসিআর টেস্টের প্রযুক্তিগত উন্নতির পরামর্শ

ব্রিটবাংলা ডেস্ক : বিদেশী পর্যটকদের জন্যে করোনার পিসিআর টেস্ট পুরোপুরি বাতিল করলে করোনার বিপজ্জনক নতুন ধরন বা ভ্যারিয়েন্ট শনাক্ত করণ কঠিন হয়ে উঠবে বলে সতর্ক করেছেন ইংল্যান্ডের শীর্ষ বিজ্ঞানী প্রফেসর স্টিফেন রিসার্চ। এতে করোনার নতুন ভ্যারিয়েন্ট দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা প্রকাশ করে পিসিআর টেস্ট পুরোপুরি বাতিল না করে প্রযুক্তিগতভাবে আরো উন্নত করার জন্যে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

ইংল্যান্ডে রেডলিস্টে পরিবর্তনের পাশাপাশি বিদেশী পর্যটকদের জন্যে করোনার পিসিআর টেস্ট বাতিলের ঘোষণা দিয়েছেন ট্রান্সপোর্ট সেক্রেটারী গ্রান্ড শাপস। ট্রাফিক লাইট সিস্টেম বাতিল করে শুধু রেডলিস্ট রেখেছেন তিনি। আগামি ২২শে সেপ্টেম্বর থেকে রেড লিস্ট থেকে বাংলাদেশ, পাকিস্তানসহ ৮টি দেশ প্রত্যাহার করা হবে। এসব দেশের ব্রিটিশ নাগরিকদের ইংল্যান্ডে ফেরার পর হোটেল কোরানটাইন লাগবে না। অক্টোবর থেকে রেডলিস্টের বাইরের যে কোন দেশ থেকে করোনা ভ্যাকসিনের উভয় ডোজ গ্রহণকারী পর্যটক বা ভ্রমনকারী ইংল্যান্ডে প্রবেশ করলে হোটেল পিসিআর টেস্টও লাগবে না বলে গত শুক্রবার ঘোষণা দেন ট্রান্সপোর্ট সেক্রেটারী। প্রয়োজনে শুধুমাত্র ফ্লু টেস্ট করলেই চলবে। কিন্তু স্বাস্থ্য বিশেষজ্ঞরা পিসিআর টেস্ট বাতিলের সিদ্ধান্তে ভিন্নমত পোষন করছেন। ব্রিটেনের শীর্ষ বিজ্ঞানী এবং সরকারের সাইন্টিফিক ইনসাইট গ্রুপ অন বিহ্যাভিয়ারের সদস্য স্টিফেন রিচার বলেছেন, বিদেশী ভ্রমণকারীদের জন্যে পিসিআর টেস্ট পুরোপুরি তুলে নিলে করোনার নতুন ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়ে কেউ ইংল্যান্ডে প্রবেশ করলে তা শনাক্ত করা কঠিন হবে। এ কারণে পর্যটকদের জন্য পিসিআর টেস্ট বাতিল না করে বরং যে যে জায়গায় সমস্যা রয়েছে তার সমাধান করে পিসিআর টেস্টকে আরো উন্নত করার পরামর্শ দেন তিনি। এই গবেষক আরো বলেন, ব্রিটেন এখনো করোনা ঝুঁকিমুক্ত নয়। আগামী শীতে ইংল্যান্ডে দিনে ২ হাজার থেকে ৭ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হতে পারে বলে গত সপ্তাহে সতর্ক করেছে সরকারের সাইন্টিফিক কমিটি এসএজিই। এই কমিটিকে সিদ্ধান্ত গ্রহণের তথ্য উপাত্ত দিয়ে থাকে সাইন্টিফিক ইনসাইট গ্রুপ অন বিহ্যাভিয়ার।

 

Advertisement