প্রথম ম্যাচেই সুয়ারেস বোঝালেন, বার্সা কত বড় ভুল করেছে!

ব্রিট বাংলা ডেস্ক :: সভাপতি জোসেফ মারিয়া বার্তামেউয়ের নেতৃত্বে বার্সেলোনায় এখন বড় ওলটপালট চলছে। দল ছাড়তে বাধ্য হয়েছেন লুইস সুয়ারেস। নেইমারের পর আরও এক প্রিয়বন্ধু হারিয়েছেন লিওনেল মেসি। তবে অ্যাটলেটিকো মাদ্রিদে গিয়ে প্রথম ম্যাচেই সুয়ারেস দেখিয়ে দিয়েছেন, বার্সেলোনা তাকে বিদায় করে কতটা ভুল করেছে। মাত্র ২০ মিনিট মাঠে থেকে অ্যাটলেতিকো মাদ্রিদের হয়ে অভিষেকের যত একবিংশ শতাব্দীর রেকর্ড আছে, সব ভেঙে দিয়েছেন।

ম্যাচের ৭০তম মিনিটে সুয়ারেস মাঠে নেমেছিলেন। মাত্র ২ মিনিট পর সাবেক রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার মার্কোস ইয়োরন্তেকে দিয়ে গোল করিয়ে নিয়েছেন। এরপর নিজে করেছেন দুই গোল। ম্যাচ শেষে ইনস্টাগ্রামে বার্সাকে খোঁচা মেরে তিনি লিখেছেন, ‘অভিষেক হওয়ায় খুব খুশি, তিন পয়েন্ট পাওয়ায় আরও খুশি। যখন অভিষেকে গোল করে দলকে সাহায্য করেন, আপনি সব সময় খুশি থাকবেন। আমার মুক্ত বাতাস খুব দরকার ছিল, একটা পরিবর্তন দরকার ছিল এবং সেটা মেনে নেওয়াও দরকার ছিল।’

সুয়ারেজকে দলে পেয়ে খুশি কোচ দিয়েগো সিমিওনে, ‘ওর দুই গোল আমার জন্য বিশেষ কিছু মনে হয়নি, কিন্তু তার গোলে সহায়তা, তার দৌড় আর মাঠে জায়গা বের করে নেওয়া-এসব মনে ধরেছে।’ সুয়ারেসকে পেয়ে উচ্ছসিত ডিয়াগো কস্তা বলেছেন, ‘আমি লুইস সুয়ারেজকে পছন্দ করি। এটা খুবই ভালো, আমাদের একজন কামড় দেয় (সুয়ারেজ), অন্যজন লাথি মারে (কস্তা)। আমি জানি না বার্সা তাকে কেন ছেড়ে দিল, কিন্তু এটা তাদের ব্যাপার। তার মাঝে শিরোপা জেতার মতো যোদ্ধার সত্তা আছে, আশা করি আমরা সমর্থকদের সেটা দিতে পারব।’

Advertisement