প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে আপাতত এগিয়ে ঋষি সুনাক

যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রীর দৌঁড়ে একধাপ এগিয়ে সাবেক অর্থমন্ত্রী ঋষি সুনাক। পরবর্তী কনজারভেটিভ পার্টির নেতা ও প্রধানমন্ত্রী বাছাইয়ে এমপিদের প্রথম দফা ভোটে জয়ী হন তিনি। বৃহস্পতিবার (১৪ জুলাই) এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।দলের নেতা নির্বাচনে কনজারভেটিভ এমপিরা বুধবার (১৩ জুলাই) প্রথম দফা ভোট দেন। তাতে ৮৮ ভোট পেয়ে সবার ওপরে রয়েছেন তিনি। আর ৬৭ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে বাণিজ্যমন্ত্রী পেনি মর্ডান্ট। ৫০ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস। এছাড়া কেমি বদনেখ পেয়েছেন ৪০, টম টুগেনধাত ৩৭ এবং সুয়েলা ব্রাভারম্যান পান ৩০ ভোট। টিকে যাওয়া ওপরের ছয় জনের মধ্যে একজন হবেন কনজারভেটিভ পার্টির নেতা ও প্রধানমন্ত্রী।আজ বৃহস্পতিবার আরেক দফা ভোটের মুখোমুখি হতে যাচ্ছেন তারা। সাবেক স্বাস্থ্যমন্ত্রী জেরেমি হান্ট এবং নাদিম জাহাওয়ী এই দৌঁড় থেকে ছিটকে পড়েছেন। এমপিরাই সিদ্ধান্ত নেবেন কে হবেন প্রধানমন্ত্রী ও দলের নেতা। আগামী ৫ নভেম্বরে ফল ঘোষণা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।এদিকে হান্ট বিবিসিকে বলেন, তিনি এবার সুনাককে সমর্থন দিয়ে যাবেন। গত সপ্তাহে সুনাক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন সরকারের অর্থমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন।বরিস জনসনকে অযোগ্য অ্যাখা দিয়ে একে একে তার সরকার থেকে পদত্যাগ করেন বেশিরভাগ মন্ত্রী ও এমপি। চাপের মুখে বাধ্য হয়ে দল ও প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন বরিস। তবে নতুন নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত দায়িত্ব চালিয়ে যাবেন তিনি।

Advertisement